দোটানায় বামেরা, বিজেপিকে হঠাতে মমতার সঙ্গে বৈঠক, তাহলে এ রাজ্যে কী হবে?

দোটানায় বামেরা, বিজেপিকে হঠাতে মমতার সঙ্গে বৈঠক, তাহলে এ রাজ্যে কী হবে?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী লড়াইয়ে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর প্রশ্ন, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াই করবো, আর বাংলায় নিজেরাই সেই গণতন্ত্র ধ্বংস করবো, এটা কীভাবে সম্ভব? কিন্তু মজার কথা পাটনায় বিরোধীদের মোদি হঠাও বৈঠকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল সিপিআইএমের শীর্ষ নেতাকে। তাহলে এখন প্রশ্ন, কীভাবে সম্ভব এই জোট? পাটনার বিরোধী বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরি। সেখানে তাঁরা বৈঠক করে জোটের সলতে পাকালেন।
কিন্তু বাংলায় আবার সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা টানা আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হচ্ছেটা কী? এবার এই জটিলতা কাটাতে আসরে নামলেন বাম নেতা। অবশেষে সীতারাম ইয়েচুরি খোলসা করলেন সর্বভারতীয় স্তরে তাঁদের ভূমিকা। তিনি বলেন, বিজেপি যেভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, বাংলাতেও একই ভাবে তৃণমূলও সেই একই কাজ করছে। ইয়েচুরির সাফ কথা, সিপিএমের আসল লড়াই বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে যদি কোনও রাজ্যে কোনও দল বিজেপির কায়দায় চলে, তাহলে সিপিএম তাদের বিরুদ্ধেও লড়বে। বিজেপিকে ক্ষমতা থেকে হঠাতে, জাতীয় রাজনীতিতে যে দলই এক সঙ্গে আসতে চায়, তাদের স্বাগত। তবে কোন রাজ্যে কোন দল কী করবে, সেটা তাঁদের রাজ্য নেতৃত্বই ঠিক করবে। পাচাপাশি সুজন, সেলিমদের সুরে গলা মিলিয়ে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগও তোলেন তিনি। ইয়েচুরির স্পষ্ট কথা, হিংসার রাজনীতি চলছে বাংলায়। এর বিরুদ্ধে আমরা লড়বই। বাংলায় গণতন্ত্রের উপর যে আক্রমণ হচ্ছে, তার থেকে বাংলাকে রক্ষা করতে হবে। বাংলায় যে অশান্তি, হিংসা চলছে তার জন্য সরাসরি রাজ্যের শাসক দলকেই দায়ী করেন তিনি।


