তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ! হাসনাবাদে উজ্জীবিত হল লাল শিবির  

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ! হাসনাবাদে উজ্জীবিত হল লাল শিবির   
16 May 2023, 08:30 PM

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ! হাসনাবাদে উজ্জীবিত হল লাল শিবির

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তৃণমূলের প্রাক্তন উপ-প্রধান সহ প্রায় ৬০ জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন সিপিএমে। এমনই ঘটনা ঘটলো উত্তর চব্বিশ পরগনা জেলায়। ঘটনায় উজ্জীবিত সিপিএম। এর ফলে এলাকায় যে সিপিএমের শক্তি বৃদ্ধি হল তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল শিবিরে এই ভাঙন দেখা গেল হাসনাবাদের ভেবিয়ায়। এই যোগদান শিবিরে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক শক্তি মুখোপাধ্যায় এবং বাম নেতা রাজু আহমেদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তৃণমূল পরিচালিত ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আব্দুল হাকিম গাজি সহ প্রায় ৬০ জন তৃণমূল কর্মী।

 পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদলের ঘটনা ঘটছে। কখনও বিরোধী দল থেকে শাসক দলে যোগ দেওয়ার ঘটনা ঘটছে তো কখনও শাসক দল থেকে বিরোধী দলে। উত্তর চব্বিশ পরগনাতেও তাই দেখা গেল। এই ঘটনায় বিরোধী সিপিএম নেতা-কর্মীরা উজ্জীবিত হচ্ছেন।

 

Mailing List