অলিম্পিকে ক্রিকেট চাইছেন লিয়েন্ডার, বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে সংশয়ে

অলিম্পিকে ক্রিকেট চাইছেন লিয়েন্ডার, বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে সংশয়ে
09 Sep 2023, 03:00 PM

অলিম্পিকে ক্রিকেট চাইছেন লিয়েন্ডার, বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে সংশয়ে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: লিয়েন্ডার পেজ ইডেনে এসেছিলেন একদিনেয়র বিশ্বকাপের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে  ইডেন থেকে ভারতীয় ক্রিকেটারদের গলায় সোনার অলিম্পিক্স পদক দেখার স্বপ্নও উস্কে দিলেন লিয়েন্ডার পেজ।

ইডেনে এসে লিয়েন্ডার বলে গেলেন, 'ক্রিকেট নিয়ে ভারতের আবেগ দেখার মতো। আমি চাইব ক্রিকেট যেন দ্রুত অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়।আমার মনে হয়, অলিম্পিক্সে ক্রিকেটকে রাখা উচিত। সেখানে সোনার পদক জেতার ক্ষমতা আছে ভারতীয় ক্রিকেটারদের।' বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইডেনে দারুণ সব ম্যাচ রয়েছে। আমি নিশ্চিত যে, কানায় কানায় ভরে যাবে স্টেডিয়াম

লিয়েন্ডার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবচেয়ে উন্মাদনা হচ্ছে।আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়াই হবে সবচেয়ে কঠিন। আশা করছি বিশ্বকাপে ভারত সাফল্য পাবে। ঘরের মাঠে খেলা। ভারতীয় দলের জন্য শুভেচ্ছা রইল।  তাই আমি ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অপেক্ষায় আছি। কলকাতায় প্রচুর আবেগ আছে। এখানে ভারতকে হারানো কঠিন।’

কলকাতার ক্রিকেট প্রেম নিয়ে লিয়েন্ডার বলেন, 'দেখুন আমি টেনিসের লোক ঠিকই, তবে আমি পার্ক স্ট্রিটে বেড়ে উঠেছি। তরুণ বয়স থেকেই এই ইডেনের দর্শক আমাকে বড্ড অনুপ্রাণিত করেছে। কপিল দেব, সুনীল গাভাসকরের ভারতীয় দলের খেলা দেখেছি এই ইডেনে বসে। ভিভ রিচার্ডস, অ্য়ালান বর্ডারকে দেখেছি। ক্রিকেট আমাদের দেশে ক্রিকেট বিরাট উচ্চতায় গিয়েছে। আমার তিন দশকের কেরিয়ারে সেটা উপলব্ধি করেছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে, পুরুষ-মহিলা সমান অর্থ পাচ্ছেন। বিসিসিআই এটা দারুণ করেছে।

Mailing List