বন‌্যার জলের নিচে স্থলমাইন! বিপাকে ডারনার বাসিন্দারা

বন‌্যার জলের নিচে স্থলমাইন! বিপাকে ডারনার বাসিন্দারা
20 Sep 2023, 06:50 PM

বন‌্যার জলের নিচে স্থলমাইন! বিপাকে ডারনার বাসিন্দারা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন:লিবিয়ায় সম্প্রতি লিবিয়ার ডারনা শহরে বিধ্বংসী ঘূর্ণঝড়ে অসংখ‌্য মানুষ নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় ড‌্যানিয়েলের তাণ্ডবে শহরের এক তৃতীয়াংশ কার্ষত ধ্বংস হয়ে গেছে। চারিদিকে মৃত‌্যুর হাহাকার। অসংখ‌্য মানুষ চিকিৎসার অভাবে দিশাহার। এরইমধ‌্যে তৈরি হয়েছে নতুন বিপত্তি। যাঁরা বেঁচে আছেন, তাঁদের খাওয়ার জন‌্য উপযুক্ত পানীয় জল নেই। পানীয় জলের অভাবে মানুষজন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ডারনা শহরের বাসিন্দারা জানিয়েছেন, যেখান থেকে পানীয় জল সরাবরাহ হত, সেখানকার উৎস মুখে বন‌্যার বালি ঢুকে গেছে। ফলে পানীয় জল বিষাক্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে দূর থেকে পানীয় জল আনা ছাড়া আর কোনও উপায় নেই বাসিন্দাদের।

কিন্তু সেখানেও বিপদ। কারণ, বন‌্যার জলের তলায় কোথায় স্থলমাইন পাতা আছে কেউ জানেন না। বাসিন্দারা জানিয়েছেন, দারনা শহরের বেশ কয়েকটি এলাকায় স্থলমাইন পাতা রয়েছে। এর মধ্যে আবার জলের কারণে বাসিন্দাদের মধ‌্যে ডায়রিয়ার প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। বিষাক্ত পানীয় জল খাওয়ার ফলে আরও মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা। এখনও পর্যন্ত জানা গেছে, ডারনা শহরে ৮৯১টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। কত মানুষ নিহত হয়েছেন, তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এখনও কোনও কোনও জায়গায় উদ্ধারকার্য শুরুই করা যায়নি বলে জানাচ্ছে সংবাদসংস্থা।

Mailing List