ফের আগুন জ্বালিয়ে কুড়মি সম্প্রদায়ের আন্দোলন মালদহে!

ফের আগুন জ্বালিয়ে কুড়মি সম্প্রদায়ের আন্দোলন মালদহে!
নারায়ণ সরকার, মালদা
সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায ঘটে। আর সেই ঘটনায় কুড়মি নেতাদের গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট দশ জন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারই সঙ্গে কুড়মি নেতা রাজেশ মাহাতো শিক্ষকতা করেন। তাঁকে খড়্গপুরের বেনাপুর হাইস্কুল থেকে বদলি করা হয়েছে কোচবিহারের সিতাইয়ে। তারই প্রতিবাদে মালদাতে বিক্ষোভ দেখাল কুড়মি সমাজ। ধৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন মালদহের বামনগোলা ব্লক কুড়মি সমাজের কর্মীরা। বুধবার দুপুরে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েতের ফিচাডাঙা থেকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের ছাইতনতলা গ্রাম পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাস্তায় আগুন জ্বালিয়ে কুড়মি সম্প্রদায়ের কর্মীরা বিক্ষোভ দেখান।


