শুভেন্দুকে ‘পাগলা কুকুর’ বেনজির আক্রমণ কুণালের

শুভেন্দুকে ‘পাগলা কুকুর’ বেনজির আক্রমণ কুণালের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: শুভেন্দু অধিকারীকে পাগলা কুকুর বলে বেনজির আক্রমণ করলেন তৃণণূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘ও তো সব থেকে বড় চোর। প্রতিষ্ঠিত চোর। সিবিআই ও ওর নামে এফআইআর করেছিল। ও তো বাঁচতে গেছে। বেআইমান একটা পাগলা কুকুরের মতো আচরণ করছে। রাস্তাঘাটে এ ধরণের পাগল ভবঘুরে যেভাবে করছে তা ঠিক নয়।’’
শুক্রবার ঝাড়গ্রামের নয়াগ্ৰামে তৃণমূল নেতা সুমন সাউ তথা টিম অভিষেক ঝাড়গ্ৰামের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ ক্রিকেট টুর্নামেন্টের পাঁচদিনের খেলা শেষ হল। এদিনের ফাইনাল খেলাতেই উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
এখানে মোট ১৬ টি টিমের খেলা ছিল। এদিন ছিল ফাইনাল খেলা। ফাইনালে বিজয়ী হয়েছে ঝাড়গ্ৰাম বর্ণালী এন্ড সিডিএম ইলেভেন। আর রানার্স হয় পূর্বাশা ইলেভেন সাবড়া। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার। পুরষ্কার বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, খেলার মাঠ থেকে বলছি। খেলা হবে, জবরদস্ত খেলা হবে। ঝাড়গ্ৰামে আপনারা বিধানসভা ভোটে চার শূন্য করে ছেড়েছেন। এবং আগামী দিনে যখন লোকসভা ভোট হবে তখন ঝাড়গ্ৰামের সিটটা তৃণমূল জিতবে। এবং এখানে সুমন যখন আবার এমপি কাপ খেলা করবে তখন খেলার মাঠের এই অনুষ্ঠান মঞ্চের একটি চেয়ারে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


