লড়াই করল কোরিয়া, জিতল সুইসরা  

লড়াই করল কোরিয়া, জিতল সুইসরা   
25 Nov 2022, 10:45 AM

লড়াই করল কোরিয়া, জিতল সুইসরা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া মহাদেশের অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া দাপট দেখিয়ে পয়েন্ট ছিনিয়ে  নিলো দুবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের কাছ থেকে। এবারের বিশ্বকাপে চমক ও অঘটনের খেলা চলছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো যেভাবে অন্য দেশকে চাপে রাখছে তা দেখার মতন। বৃহস্পতিবার  দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলে নি। শেষ পর্যন্ত গোল শুন্য ভাবে খেলা শেষ হয়। এদিন সুয়ারেজকে ফর্মে দেখা যায় নি।

শেষ পর্যন্ত ক্যামেরুনই জন্ম হওয়া খেলোয়াড় ব্রিল এমবোলোর গোলে সুইত্‍জারল্যান্ড ১-০ গোলে জিতল। বৃহস্পতিবার কাতারের আল ওয়াকরাহেই আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সুইত্‍জারল্যান্ড জিতল দ্বিতীয়ার্ধের গোলে।

পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে সেলিব্রেশন না করার ছবি ফুটবল দুনিয়া অনেক বার দেখেছে। কিন্তু নিজের দেশের বিরুদ্ধেই গোলের পর সেলিব্রেশন না করার ছবি? সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোর জন্ম ক্যামেরুনে। ফুটবলে তাকে প্রতিষ্ঠা দিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ক্যামেরুনের বিরুদ্ধে গোলের পর তাই সেলিব্রেশনের রাস্তায় হাঁটলেন না সুইস ফরোয়ার্ড।

Mailing List