প্রোটোকল ভেঙে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন কলকাতা বিমানবন্দর

প্রোটোকল ভেঙে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন কলকাতা বিমানবন্দর
24 Jan 2022, 12:10 PM

প্রোটোকল ভেঙে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন কলকাতা বিমানবন্দর

 

কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর কুড়ি লক্ষ টাকা জরিমানা হলো। তাও সেটা হলো নেতাজীর জন্মদিনের দিনেই। আর এর কারণ জানলে আরো চমকে উঠতে হবে। প্রতিদিন কাকভোরে থেকে গভীর রাত পর্যন্ত অগুন্তি বিমান ওঠানামা করে। সেই রানওয়ে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি লঙ্ঘন করেছে কলকাতা বিমানবন্দর। ফলে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করেছে।

 

ডিজিসিএ অর্থাৎ নিয়ন্ত্রক সংস্হা জানিয়েছে, রানওয়ের মেরামতি ও নিরাপত্তা বিধিতে প্রোটোকল মানা হয়নি। তাই রানওয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেই কারণেই জরিমানা করা হয়েছে কলকাতা বিমানবন্দরকে। ডিজিসিএ-এর এক শীর্ষ আধিকারিক বলেছেন, এর আগেও কলকাতা বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। মাস কয়েক আগে নিরাপত্তা বিষয়ক অডিট রিপোর্টে দেখা যায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিমানবন্দরের সেফটি প্রোটোকলে যা যা নিয়ম লেখা ছিল, সেসব সঠিকভাবে মানা হয়নি। তার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, রানওয়েতে আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নয়।

 

প্রশ্ন উঠছে, বিমান বন্দরে প্রতিদিন শ’য়ে শ’য়ে মানুষ যাতায়াত করেন। দেশ তথা বিদেশের বিশিষ্ট ব্যক্তি থেকে দেশের উচ্চ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিরাও যাতায়াত করেন। সেক্ষেত্রে এতটা উদাসীনতা! জরিমানার ফলে কী হুঁশ ফিরবে? এখন সেটাই দেখার।

Mailing List