কপাল খুলে গেল বিরাট খুলে কোহলির, কাদের বিরুদ্ধে ম্যাচ?

কপাল খুলে গেল বিরাট খুলে কোহলির, কাদের বিরুদ্ধে ম্যাচ?
22 May 2022, 12:11 AM

কপাল খুলে গেল বিরাট খুলে কোহলির, কাদের বিরুদ্ধে ম্যাচ?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মর্যাদার ম্যাচে দিল্লিকে হারিয়ে তাদের আইপিএলে প্লে-অফে। দিল্লি লড়াকু স্কোরের বিরুদ্ধে পাঁচ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে জয় দিয়ে অভিযান শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। আর মুম্বইয়ের এই জয়ে কপাল খুলে গেল বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির। চতুর্থ দল হিসাবে আইপিএলের প্লে-অফ চলে গেলেন বিরাটরা।

 

এই ম্যাচ মুম্বইয়ের জন্য যতটা না জরুরি ছিল, তার থেকে অনেক বেশি জরুরি ছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির জন্য। সম্ভবত সেকারণেই রোহিত-পন্থদের লড়াই দেখতে টিভির সামনে বসে পড়েছিল পুরো বেঙ্গালুরু দল।

টুর্নামেন্টের প্রথম ৯টা ম্যাচে টানা হারের পর, শেষ পাঁচটার মধ্যে মুম্বই জিতল ৪টে-তে। অন্যদিকে, শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে প্লে অফে ওঠার সুবর্ণ সুযোগটা ওয়াংখেড়েতেই রেখে এলেন ঋষভ পন্থরা। চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠল আরসিবি। টানা চারবার আইপিএলের প্লে অফে খেলা হল না দিল্লির। ২৫ মে, ইডেনে এলিমিনেটরে লখৌনয়ের বিরুদ্ধে খেলবে আরসিবি। তার আগে ২৩ মে, সোমবার ইডেনে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে গুজরাট-রাজস্থান।

প্লে অফে ওঠার খুশিতে আরসিবি-র টুইটও করে ।

 

কোয়ালিফায়ার ওয়ান

 

২৪ মে, কলকাতা (সন্ধ্যা ৭.৩০টা)

 

গুজরাট লায়ন্স বনাম রাজস্থান রয়্যালস

 

এলিমিনেটর

 

২৫মে, কলকাতা (সন্ধ্যা ৭.৩০টা)

 

লখনৌ সুপারজায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

 

কোয়ালিফায়ার টু

 

২৭ মে, আমেদাবাদ (সন্ধ্যা ৭.৩০টা)

 

কোয়ালফিয়ার ওয়ানের পরাজিত বনাম এলিমিনেটরে জয়ী দল

 

ফাইনাল

 

২৯ মে, আমেদাবাদ (রাত ৮টা)

 

কোয়ালিফায়ার ওয়ানের জয়ী বনাম কোয়ালিফায়ার টু-য়ের জয়ী

Mailing List