'আপনার পুলিশ স্টেশনকে জানুন', ছাত্র-পুলিশের আলোচনা, সঙ্গে কম্বর বিতরণ  

'আপনার পুলিশ স্টেশনকে জানুন', ছাত্র-পুলিশের আলোচনা, সঙ্গে কম্বর বিতরণ   
23 Jan 2023, 08:36 PM

'আপনার পুলিশ স্টেশনকে জানুন', ছাত্র-পুলিশের আলোচনা, সঙ্গে কম্বর বিতরণ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: 'আপনার পুলিশ স্টেশনকে জানুন'। পুলিশের কী ভূমিকা, কিভাবে একজন ব্যক্তি থানায় গিয়ে সাহায্য পেতে পারে, সে ব্যাপারে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশ আধিকারিকদের সরাসরি আ‌লোচনার সূযোগ করে দিল ব্যারাকপুর সিটি পুলিশের অন্তর্গত নোয়াপাড়া থানা। যেখানে নগরপাল অলোক রাজোরিয়া ও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টি ব্যাখ্যা করেন। ছাত্রছাত্রীরাও তাদের নানা অজানা বিষয় নিয়ে প্রশ্ন করে। উত্তর দেন পুলিশ আধিকারিকরা। তারই পাশাপাশি এদিন দুঃস্থ ও গরিব মানুষের হাতে কম্বলও বিতরণ করা হয়।

জলপাইগুড়ির চামরুচি ফাঁড়িতে (থানা- বিন্নাগুড়ি ) ২০০ জন গরিব মানুষের হাতেও কম্বল তুলে দেওয়া হয়। অন্যদিকে বানারহাট থানার উদ্যোগে ৭৮টি চশমা বিতরণ করা হয়। সম্প্রতি বানারহাট থানা কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে যাদের চশমার জন্য চিকিৎসক প্রেসক্রিপশন করেছিলেন, তাঁদেরই চশমা বিতরণ করেছেন। পাশাপাশি, বাঁকুড়ার বড়জোড়া থানার চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে ৪৪৯জন তাদের চক্ষু পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছিলেন।

Mailing List