জানেন এক চুটকি বুনো হলুদ-এর উপকারিতা

জানেন এক চুটকি বুনো হলুদ-এর উপকারিতা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হলুদ তো রোজই খান। কিন্তু ট্রাই করে দেখেছেন বুনো হলুদ। এটিও একরকম হলুদ। কিন্তু সাধারণ হলুদের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ও অসুখ সারাতে কার্যকর। যার মাত্র এক চিমটিতেই সেরে যাবে হাঁচি-কাশি-গলাব্যাথার মত রোগগুলি।
এক চুটকি বুনো হলুদের কার্যকারিতাঃ
মাত্র এক চুটকি বুনো হলুদ যে কোনও মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। প্রোইনফ্ল্যামেটরি সাইটোকাই দমন করে। এটি অ্যালর্জি সারাতে বিশেষ কার্যকর। টি-কোষ, বি-কোষ ও প্রাকৃতিক ঘাতক কোষগুলি কারকিউমিন দ্বারা প্রবাহিত হয় - যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
বুনো হলুদের ব্যবহার যেকোনও ক্ষত নিমারয়ম গুরুত্বপূর্ণ। এটি ছোটখাটো পোড়া কাটা সারাতে পারে। সাপের কামড় থেকে রক্ষা করতে পারে। কাটা সারানোর প্রক্রিয়াকে দ্রুত কার্যকর করতে পারে। বুনো হলুদের মধ্যে মশা তাড়ানোর বৈশিষ্ট্য রয়েছে। মশার কামড় থেকে যে জ্বালা বা ফোলা হয়তা দ্রুত সারিয়ে দেয়।
হলুদ একটি মূল্যবান যৌগ যা লিভারকে কার্বন টেট্রাক্লোরইডের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এটি কিডনি, হার্ট, মস্তিষ্ককেও রক্ষা করতে পারে। ভেষজটি আলঝাইমারস, পারকিনসনস, মাল্টিপল সেক্লরোসিস , ডিমেনশিয়া ও হান্টিংটন রোগের চিকিৎসায় সাহায্য করে।
হলুদ দীর্ঘদিন ধরেই সুগন্ধী প্রাকৃতিক ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। এটি ট্যানের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ। ব্রণ প্রতিরোধ করে। তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে। বার্ধক্যের বিরুদ্ধে কার্যকর। চুল পড়ায় কমায় বুনো হলুদ।


