মিশ্র চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

মিশ্র চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
22 Dec 2022, 01:15 PM

মিশ্র চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বর্তমান চাষাবাদে কৃষকদের মধ্যে কম খরচে বেশি মুনাফা অর্জন করার প্রবণতা বেড়েছে। একই ধরনের চাষাবাদ ছেড়ে কৃষকরা অন্য ধরনের ফলন চাষে বেশি আগ্রহী হচ্ছে। তার মধ্যে অন্যতম মিশ্র চাষ পদ্ধতি। তবে মিশ্র চাষ সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। তাই কৃষকরা মিশ্র মাছ চাষ সম্পর্কে আরও বেশি করে তথ্য পেতে চাইছেন। 

মিশ্র মাছ চাষে একই পুকুরে বিভিন্ন ধরনের মাছ লালন-পালন করা হয় এবং এসব মাছের প্রকৃতি অনুযায়ী খাবারের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়।

মিশ্র মাছ চাষ যখন গৃহীত হয়, তখন সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে পুকুরে মাছের জন্য পর্যাপ্ত খাবার থাকতে হবে, যাতে তারা বেঁচে থাকতে পারে।

মিশ্র মাছ চাষের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হল সঠিক নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে যাতে বৃষ্টির সময় অতিরিক্ত জল ভর্তি হয়ে পুকুর ও মাছের ক্ষতি না হয়।

মিশ্র মাছ চাষের প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুকুরে জল আসার পথ এমন হতে হবে যাতে বাইরের মাছ ঢুকতে না পারে এবং পুকুরের মাছ বাইরে যেতে না পারে।

মাছকে খাবার হিসেবে চালের তুষ ও সরিষার তেল দেওয়া যেতে পারে। এটি মাছের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।

Mailing List