নক আউটে ইংল্যান্ড, প্রতিপক্ষ কে ফোডেনদের?

নক আউটে ইংল্যান্ড, প্রতিপক্ষ কে ফোডেনদের?
30 Nov 2022, 12:43 PM

নক আউটে ইংল্যান্ড, প্রতিপক্ষ কে ফোডেনদের?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সব অনিশ্চয়তাকে ঠেলে সরিয়ে দিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে চলে গেল ইংল্যান্ড। একতরফা প্রাধান্য রেখে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিল থ্রি লায়ন্স। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোয় গেলেন হ্যারি কেনরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। গ্যারেথ বেলদের বিরুদ্ধে প্রথম থেকেই মার্কাস ব়্যাশফোর্ডকে খেলালেন ব্রিটিশ কোচ সাউথগেট। সঙ্গে জুড়ে দিলেন ফিল ফডেনকে। ফডেনকে প্রথম দুই ম্যাচে না খেলানোয় বিস্তর সমালোচনা হয়েছিল।

এদিন দলের সেরা অস্ত্রকে খেলালেন সাউথগেট। ম্যাচের ৪৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল আর তার ঠিক চার মিনিট পর তাঁর দল প্রথম গোল হজম করে। ২০ গজ দূর থেকে ব়্যাশফোর্ড ফ্রি কিক নেন। তাঁর দুরন্ত শট জড়িয়ে যায় জালে। ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। চলতি টুর্নামেন্টে এই প্রথম সরাসরি ফ্রি কিকে গোল পেল কোনও দল। এই গোলের পরেই ইংল্যান্ড আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণে তোলে ঝড়। কিন্তু দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ড। তখনই পরপর তিনটি গোল। দুটি গোল করেন  র্যা শফোর্ড। একটি গোল ফিল ফোডেনের।তাদের প্রতিপক্ষ ঘানা। গ্রুপের অন্য ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে নক আউটে চলে গেল আমেরিকাও। এই মরণ বাঁচন ম্যাচে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে ইরানকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিলো যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তরুণ ফুটবলারদের দিয়ে গতিশীল ফুটবল খেলার নীতি বজায় রেখেছিল। ড্র করার পরিকল্পনা নিয়ে মাঠে নামা ইরান সেই গতিকে রুখতেই পারেনি। জুভেন্টাসের ম্যাকেনি ও এসি মিলানের ডেস্টের কম্বিনেশন থেকে তৈরি বলে দুর্দান্ত ফিনিশ করে ৩৮ মিনিটে দলকে এগিয়ে দিয়ে আঘাত পান চেলসির পুলিসিচ।৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হল ইউএসএ।

 

Mailing List