সুন্দরবন থেকে অপহৃত নাবালিকাকে বিক্রির ছক কর্ণাটকে! অবশেষে উদ্ধার করলো পুলিশ

সুন্দরবন থেকে অপহৃত নাবালিকাকে বিক্রির ছক কর্ণাটকে! অবশেষে উদ্ধার করলো পুলিশ
16 Oct 2022, 03:36 PM

সুন্দরবন থেকে অপহৃত নাবালিকাকে বিক্রির ছক কর্ণাটকে! অবশেষে উদ্ধার করলো পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ অপহরণ হওয়া এক নাবালিকাকে ভিন রাজ্য থেকে উদ্ধার করলো পুলিশ। অভিযোগ, বসিরহাট জেলার ন্যাজাট থানার সেহেরা গ্রাম পঞ্চায়েতের নিত‍্য বেড়িয়া গ্রামের বাসিন্দা বছর ১৪ এর নাবালিকাকে প্রেম-ভালবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর অপহরণ করে সন্দেশখালি থানার ঢোলখালি গ্রামের বাসিন্দা সুরজিৎ মুন্ডা। সেপ্টেম্বর মাসের ৯ তারিখে বছর ১৪ এর ওই নাবালিকাকে অপহরণ করে বছর ২৪ এর ওই যুবক। নাবালিকাকে অপহরণ করে বিক্রি করার ফন্দি এটেঁছিল সুরজিৎ মুন্ডা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ওই নাবালিকাকে খুঁজে না পেয়ে অবশেষে ন‍্যাজাট থানার দ্বারস্থ হয় মেয়েটির পরিবারের সদস্যরা। তারা একটি অপহরণের অভিযোগ করেন ন‍্যাজাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তৎপর হয় ন‍্যাজাট থানার পুলিশ।

পুলিশ ওই নাবালিকার মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে তারা কর্নাটকের থিরুভল্লা জেলার হেব্বাগুড়ি থানার অন্তর্গত এক জায়গায় আস্তানা গেড়েছে। তারপর ন‍্যাজাট থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নির্দেশে চলতি মাসের ১০ তারিখ এক দল পুলিশ গিয়ে হেব্বাগুড়ি এলাকা থেকে নাবালিকা সহ ওই অপহরণকারী যুবককে পাকড়াও করে পুলিশ। তারপরে ওই অপরণকারী ও নাবালিকাকে নিয়ে আসা হয় ন‍্যাজাট থানায়। পুলিশ ওই অপহরণকারী যুবককে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করলে  যুবককে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে  নিজের মেয়েকে কাছে ফিরে পেয়ে খুশি তার পরিবারের সদস্যরাও তারা এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। তারপর ঐ নাবালিকাকে বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার একটি হোমে পাঠানো হয়েছে।

Mailing List