কালিয়াগঞ্জে খো খো প্রতিযোগিতা

কালিয়াগঞ্জে খো খো প্রতিযোগিতা
04 Aug 2023, 11:05 AM

কালিয়াগঞ্জে খো খো প্রতিযোগিতা

 

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ

 

বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যাভবনের মাঠে অনুষ্ঠিত হল ১ দিনের উত্তর দিনাজপুর জেলা অনুর্ধ ১৪ সাব জুনিয়ার খো খো খেলা। খেলার উদ্বোধন করেন লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যাভবনের প্রধান শিক্ষক তথা অর্গানাইজিং সেক্রেটারি সুজিত পাল। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর গুহ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তমাল পাত্তাদার, বিশিষ্ট সমাজ সেবী অমিতাভ গোস্বামী সহ অনেকেই। উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস জানান, পুরুষ ও মহিলা মিলে মোট ১১টি খোখো দল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে এই খেলায় অংশ্রহণ করে।

Mailing List