কেঁচো খুঁড়তে কেউটে! এবার ভুয়ো শিক্ষকের তালিকায় বিজেপি নেতার নাম

কেঁচো খুঁড়তে কেউটে! এবার ভুয়ো শিক্ষকের তালিকায় বিজেপি নেতার নাম
আনফোল্ড বাংলা প্রতিবেদন: একের পর এক ভুয়ো শিক্ষকের খোঁজ মেলায় তোলপাড় সারা রাজ্য। যেন ভুয়ো শিক্ষকের মেলা বসেছে। শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য। অবৈধ শিক্ষকের তালিকায় নাম পাওয়া যাচ্ছিল তৃণমূল নেতা নেত্রীর। আর সেই তালিকা দেখেই লাফালাফি শুরু করেছিলেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএমের নেতা নেত্রীরা। এবার তাদের ফের মুখ লুকোতে হচ্ছে। তার মূল কারণ, এবার অবৈধ শিক্ষকের তালিকায় নাম পাওয়া গিয়েছে বিজেপি নেতার।
বনগাঁর ওই বিজেপি নেতার নাম গোবিন্দ বিশ্বাস। তিনি এবং তার স্ত্রী একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। গোবিন্দ বিশ্বাস নামে ওই বিজেপি নেতা বোয়ালদহ হাই স্কুলে কর্মরত। এবার ভুয়ো শিক্ষকের তালিকায় তার নাম ওঠায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি। তবে এই বিষয়ে গোবিন্দ বিশ্বাস বলেন, আমার নাম তালিকায় দেখে চমকে গিয়েছি। আদালতের উপরে ভরসা আছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আমি আদালতে আমার যা কাগজপত্র রয়েছে তার উপযুক্ত প্রমাণ দাখিল করবো। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে। তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই জেলবন্দী হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একের পর এক সরকারি আধিকারিকরা। তবে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূল নেতাদের নামের সঙ্গে এবার বিজেপি নেতাদের নামও দেখা যাচ্ছে ভুয়ো শিক্ষকের তালিকায়।


