কেরল নিপামুক্ত, আক্রান্ত চারজন সম্পূর্ণ সুস্থ, জানালেন স্বাস্থ‌্যমন্ত্রী

কেরল নিপামুক্ত, আক্রান্ত চারজন সম্পূর্ণ সুস্থ, জানালেন স্বাস্থ‌্যমন্ত্রী
29 Sep 2023, 07:15 PM

কেরল নিপামুক্ত, আক্রান্ত চারজন সম্পূর্ণ সুস্থ, জানালেন স্বাস্থ‌্যমন্ত্রী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত আগস্ট মাসে কেরলে ছড়িয়ে পড়েছিল নিপা ভাইরাস। আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় জনগণ এবং কেরল সরকার। অবশেষে তাদের আতঙ্কের দিন সমাপ্ত। কেরলের স্বাস্থ‌্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আক্রান্তরা সকলেই সুস্থ। একইসঙ্গে তাঁরা ডাবল নেগেটিভ। এই মুহূর্তে কেরল নিপামুক্ত। সম্প্রতি কেরলে নিপা ভাইরাসের দেখা মিলেছিল। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আক্রান্ত চারজন। চারজনই এই মুহূর্তে সুস্থ। কেরলের স্বাস্থ‌্যমন্ত্রী জানিয়েছেন, নয়বছরের এক কিশোল সহ বাকিরা নিপা সংক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত। গত আগস্টের শেষ দিকে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছিল কেরলে। মোট আক্রান্তের সংখ‌্যা ছিল যয়। এর মধ্যে দুইজন মারা যান। বাদবাকি চারজন পুরোপুরি সুস্থ। একমাসেরও কম সময়ে নিপা আক্রান্তের খোঁজ মিলতেই কেরল সরকারের তরফে কড়া সতর্কতা জারি করা হয়। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। আক্রান্তরা সকলেই কোঝিকোড়ের বাসিন্দা ছিলেন। গোটা রাজ্যেই বিভিন্ন বিধি লাগু করা হয়। তবে সেপ্টেম্বর থেকে আর কেরলে আর কোনও আক্রান্ত ব‌্যক্তির খোঁজ মেলেনি। স্বাস্থ‌্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠা চারজনেরই দু’বার করে রক্ত পরীক্ষা করা হয়েছে। এবং দুবাই নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে এখনই বিধিনিষেধ শিথিল করছে না রাজ‌্য প্রশাসন। কোঝিকোড়ের বাসিন্দাদের এখনও সতর্ক থাকার কথা বলেছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ‌্যবিধি অবলম্বন করার কথা বলেছেন রাজ্যের স্বাস্থ‌্যমন্ত্রক।

Mailing List