পোষ্য থাকলে এই গাছগুলি সরিয়ে রাখুন

পোষ্য থাকলে এই গাছগুলি সরিয়ে রাখুন
30 May 2023, 06:30 PM

পোষ্য থাকলে এই গাছগুলি সরিয়ে রাখুন

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ জায়গা কম বলে অনেকেই ঘরের মধ্যেই বানিয়ে ফেলেন বাগান। তবে বাড়িতে যদি পোষ্য থাকে, তবে প্ল্যান্ট বাছার ক্ষেত্রে একটু সতর্ক হোন। কারণ এমন কিছু গাছ রয়েছে যেগুলি আপনার পোষ্যর জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ইনডোর প্ল্যান্ট কেনার আগে জেনে নিন, কোন কোন গাছে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

  • প্রায় সকলের বাড়িতেই মানি প্ল্যান্ট পাওয়া যাবে।পরিচর্যা করার ক্ষেত্রেও তেমন একটা ঝক্কি নেই। তাই জানলা, ব্যালকনি অথবা ঘরের এক কোণে মানুষ এই গাছ লাগিয়ে থাকেন। তবে জানেন কি? কুকুর-বিড়ালদের(dog) জন্য এই গাছ বেশ ক্ষতিকর। মানি প্ল্যান্টের সংস্পর্শে আসলে বা গাছের রস কোনওভাবে কুকুর-বিড়ালের মুখে গেলে তাদের ঢোক গিলতে সমস্যা হয়। এমনকি বমি পর্যন্ত হতে পারে।
  • আইভি অনেকেই কিনে থাকেন।তবে সাধারণ এই গাছ(tree) কুকুরদের গায়ে অস্বাভাবিক র‍্যাশের কারণ হতে পারে। এমনকি শ্বাস-প্রশ্বাসের অসুবিধাও হতে পারে।  
  • রূপচর্চা থেকে শুরু করে শরীর-স্বাস্থ্য ভালো রাখতেওঅ্যালোভেরা ভীষণ উপকারি। তাই কম-বেশি সব বাড়িতেই অ্যালোভেরার দেখা মেলে। তবে মানুষের জন্য এই গাছ ফলদায়ক হলেও বিড়াল-কুকুরদের জন্য মোটেও সুবিধার নয়। অ্যালোভেরার শাঁস বাদে বাকি অংশ কুকুর-বিড়ালের শরীরে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে।
  • দেখতে সুন্দর জেড সহজেই ঘরে জায়গা করে নেয়। তবে বাড়িতে পোষ্য থাকলে এই গাছ হতে একটু সাবধান। কারণ, জেড কোনওভাবেকুকুরের পেটে গলে তাদের বারংবার বমি হতে পারে। এছাড়াও পোষ্যের মধ্যে অবসাদ ডেকে আনতে পারে এই গাছ।
  • বিভিন্ন প্রজাতির হয়ে থাকে পিস লিলি। তবে কিছু প্রজাতির পিস লিলি আবার বিড়াল-কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমনইস্টার লিলি। এর সংস্পর্শে এলে বা খেয়ে ফেললে বিড়ালের কিডনি এবং লিভার নষ্ট হয়ে যেতে পারে।  

আর তাই প্রিয় পোষ্যটিকে ভালো রাখতে এই সকল গাছ বাড়িতে রাখলে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করুন। তাদের সুরক্ষা আপনার কর্তব্য।

Mailing List