পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় করম পুজো হবে সরকারি উদ্যোগেও

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় করম পুজো হবে সরকারি উদ্যোগেও
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ২৫ সেপ্টেম্বর সোমবার করম পুজো। এ বছর প্রথম কুড়মি সমাজের সংগঠন গুলির দাবি মেনে করম পুজোর দিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর আগে করম পূজার দিন যারাই পুজোর সাথে জড়িত তারাই কেবল ছুটি পেতেন। তবে করম পূজার দিন রাজ্য সরকার পূর্ণ ছুটি ঘোষণা করায় খুশি কুড়মি সমাজের মানুষজন। এবার প্রথম সরকারি উদ্যোগে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে, মহকুমা ও জেলা স্তরে করম পুজো হবে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এবং ঝাড়গ্রাম জেলার জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাই প্রশাসনিক উদ্যোগে করম পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। কুড়মি সমজের অন্যতম প্রধান কৃষিভিত্তিক গণ উৎসব হল করম পূজা। করম গাছের ডাল ঘিরে এই পূজা মূলত প্রকৃতি বন্দনা ধান-সহ যাবতীয় শস্যের উৎপাদন যাতে ভালো হয় সেই কামনাতেই এই পুজো করা হয়। তাই পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় করম পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। ঝাড়গ্রাম শহরের করমতল স্বভূমি সংঘের উদ্যোগে করম পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার প্রস্তুতি চলছে জোর কদমে।


