১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র

১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র
01 Jun 2023, 10:50 AM

১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে মঙ্গলবার প্রায় ১১ ঘন্টা জেরার পর সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে  গ্রেফতার করে ইডি। বুধবার তাঁকে আদালতে তোলা হলে, বিচারক তাঁকে ১৪ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর গ্রেফতারির পর বিরোধীদের অনেকেই বলছেন, পার্থর গ্রেফতারির থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সুজয় ভদ্রর গ্রেফতারি। অনেকেরই দাবি, এর ফলে মাথার আরও কাছাকাছি পৌঁছে গেল ইডি। এরই মধ্যে বুধবার আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। তাঁদের দাবি, রাহুল বেরা নামে এক ব্যক্তিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক অ্যাডমিট কার্ড, তথ্য, ছবি-সহ অনেক নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু। যদিও এমন কোনও নির্দেশ দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে রাহুল বেরা নামে ওই ব্যক্তিকে যে এই নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সম্পর্কিত প্রামাণ্য নথি ইডির হাতে রয়েছে বলেই দাবি করা হচ্ছে।

এদিন আদালতে ইডি বলে, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শীর্ষস্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা জড়িত। সেই মামলার তদন্ত ভুল পথে পরিচালিত করার জন্য সুজয়কৃষ্ণ ভদ্র প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন। মঙ্গলবার রাতে টানা জিজ্ঞাসাবাদের পর সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। ফলে আগামী ১৪ জুন পর্যন্ত ইডি হেফাজতে কাটাতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। আদালতে ইডির তরফে এদিন যে রাহুল বেরার কথা বলা হয় সেই রাহুল বেরার বাড়িতেও এর আগে হানা দিয়েছিল তদন্তকারীরা। যেদিন কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা দিয়েছিল, সেদিনই রাহুল বেরার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

Mailing List