গুলিতেই মৃত্যু কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয়ের, আদালতে জানাল রাজ্য, সিবিআই নয়, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুলিতেই মৃত্যু কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয়ের, আদালতে জানাল রাজ্য, সিবিআই নয়, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে বিজেপি কর্মীর ভাই মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দিয়ে সিআইডি তদন্তেই আস্থা রাখল আদালত। বুধবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সিআইডি তদন্তই আপাতত চলবে। তবে ওই যুবকের মৃত্যুর দিন যে পুলিশ গুলি চালিয়েছিল সে কথা এদিন আদালতে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকারের আইনজীবী।
আদালতে রাজ্য জানায়, সেদিন পুলিশকে আক্রমণ করা হয়েছিল। ফলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল সেদিন। তবে পুলিশের চালানো সেই গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয়েছে কি না, তা এখনও তদন্ত সাপেক্ষ বলেই দাবি করেছে রাজ্য। তবে সিআইডি তদন্তের মধ্যেই বিচারবিভাগীয় তদন্তও চলবে বলেই বুধবার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়েছিল কালিয়াগঞ্জ। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ ও থানা। থানায় আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপরই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশি চলাকালীনই পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর অভিযোগ উঠে। গোটা ঘটনায় মৃতের পরিবার পুলিশের দিকেই আঙুল তুলেছে।
আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, ঘটনার দিন প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল পুলিশ। গত ২৮ এপ্রিল পুলিশ সুপারকে মৃত্যুঞ্জয়ের পরিবারের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, কালিয়াগঞ্জ থানার ওপর তাঁদের ভরসা নেই। পরের দিনই সিআইডি তদন্তভার হাতে নেয়। তার দুদিনের মধ্যে তদন্তকারী এজেন্সি বদলের দাবি জানিয়ে হাইকোর্টে কেন মামলা করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।


