কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে পুলিশকে বেধড়ক মার, মুখ খুললেন মুখ্যমন্ত্রী

কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে পুলিশকে বেধড়ক মার, মুখ খুললেন মুখ্যমন্ত্রী
26 Apr 2023, 07:50 PM

কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে পুলিশকে বেধড়ক মার, মুখ খুললেন মুখ্যমন্ত্রী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাইরে থেকে লোক এনে সরকার ও সাধারণ মানুষের সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা পুলিশ কর্মীদেরও রেয়াত করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এর নেপথ্যে দিল্লির হাত থাকতে পারে বলেও তাঁর ধারনা।

ওই নাবালিকার মৃত্যু দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার মৃতার পরিবারের পাশে আছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পাশাপাশি যারা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও তিনি  জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। তারপর থেকেই উত্তাল হয় কালিয়াগঞ্জ। কাজিয়া শুরু হয় কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে রাজ্য শিশু সুরক্ষা কমিশনেরও। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখানো হয়। আর সেই সময়ই থানা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ব্যাপক মারধর করা হয় পুলিশকেও। ভয়ে পুলিশ একটি বাড়িতে গিয়ে খাটের নীচে লুকিয়ে পড়ে। অভিযোগ, সেখান থেকে পুলিশকে টেনে বের করে পুলিশের লাঠি কেড়ে নিয়েই পুলিশকে বেধড়ক মারধর করা হয়। ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Mailing List