রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আছড়ে পড়তে পারে কালবৈশাখী, জারি হল হলুদ সতর্কতা

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আছড়ে পড়তে পারে কালবৈশাখী, জারি হল হলুদ সতর্কতা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী। শুক্রবার এমনই পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে ঝড় বৃষ্টির দাপট। ২৬ থেকে ২৭ তারিখ অর্থ্যাৎ রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এই পূর্বাভাসের জেরে ২৪ তারিখ শুক্রবার আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখীর পর ২৯ তারিখ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও আগামী ২৬ তারিখ পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ঝড়-বৃষ্টির জেরে গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। চাঁদিফাটা গরমে রীতিমত নাজেহাল অবস্থা হয়েছিল। ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে আগামী দিনদুয়েক ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’থেকে তিনদিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। রবিবার বিকেলের পর থেকে কালবৈশাখীর সম্ভাবনা দেখা যেতে পারে। রবিবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে। তার জেরেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও কলকাতাতে বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে শুক্রবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই শুরু হয় রোদের দাপট। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।


