আরামদায়ক রাত পোশাকের মধ্যে নাইটির তালিকায় নবতম সংযোজন কাফতান! কোন মার্কেটে সস্তায় পাবেন জেনে নিন

আরামদায়ক রাত পোশাকের মধ্যে নাইটির তালিকায় নবতম সংযোজন কাফতান! কোন মার্কেটে সস্তায় পাবেন জেনে নিন
24 Apr 2023, 06:47 PM

আরামদায়ক রাত পোশাকের মধ্যে নাইটির তালিকায় নবতম সংযোজন কাফতান! কোন মার্কেটে সস্তায় পাবেন জেনে নিন

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আমাদের দেশে সারাবছর যে আবহওয়া থাকে তার জন্য সুতির পোশাকই ভাল। গরমে ঘাম বেশি হচ্ছে। রোদ, দূষণের প্রভাবে সব সময় গা হাত-পা চিটচিট করছে। এই রকম আবহাওয়াতে যদি সিন্থেটিক পোশাক পরা হয় তাহলে ত্বকের উপরেও একটা প্রভাব পড়ে। ভারতের মহিলাদের মধ্যে রাতপোশাকে খুবই জনপ্রিয় হল নাইটি। শাড়ির পরিবর্তে অনেক মহিলাই এখন বাড়িতে নাইটি পরেন। সেই তালিকায় নবতম সংযোজন কাফতান। নবতম বলা ভুল, কয়েক বছর ধরেই কাফতান রয়েছে এই লিস্টে। 

একমাত্র ভারতেই এই বিশেষ রাতপোশাক পাওয়া যায়।গরমে সুতির নাইটি কিংবা কাফতানের যে কি আরাম তা যিনি ব্যবহার করেন তিনিই জানেন। এছাড়াও গত দু বছর ধরে ফ্যাশনে ভীষণ রকম ইন হল কাফতান। কাফতান টপ, ড্রেস গরমের দিনে খুবই ফ্যাশনেবল হয়ে উঠেছে। এই কাফতান টপ, নাইটি এখন নানা দামে পাওয়া যায়। কম পয়সাতেও যেমন পাওয়া যায় তেমনই বেশি পয়সাতেও রয়েছে। যেহেতু রোজকার ব্যবহারের তাই সস্তায় নাইটি, কাফতান কোথায় কিনবেন জেনে নিন।

শ্যামবাজারের গৌরিবাড়িতে খুব ভাল নাইটি পেয়ে যাবেন। অএছাড়াও বড় বাজার তো আছেই। এখানে নাইটির দাম শুরু মাত্র ৮০ টাকা থেকে। প্রতি সপ্তাহে হাওড়ার মঙ্গলার হাট বা হরিসাহার হাট থেকেও পাইকারি দামে কিনতে পারবেন নাইটি। আর গড়িয়াহাট, হাতিবাগান চত্বরেও পেয়ে যাবেন প্রচুর নাইটির কালেকশন। দক্ষিণ কলকাতার দক্ষিণাপনেও প্রচুর পরিমাণে নাইটির সম্ভার রয়েছে। সবচেয়ে ভাল কাফতানের সম্ভার রয়েছে দক্ষিণাপনে। এছাড়াও বিকে মার্কেট, বরদান মার্কেটেও কিন্তু খুব ভাল নাইটি, কাফতান এসব পাওয়া যায়। এই সব মার্কেট থেকে কুর্তি, কাফতান কিনে অনেকেই নিজের মত করে ব্যবসাও করেন।

Mailing List