অভিষেকের সভা সফল করতে আসরে জুন মালিয়া, মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের

অভিষেকের সভা সফল করতে আসরে জুন মালিয়া, মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের
28 Jan 2023, 09:38 PM

অভিষেকের সভা সফল করতে আসরে জুন মালিয়া, মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগামী ৪ঠা ফেব্রুয়ারি আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সাফল্যমন্ডিত করতে মেদিনীপুরে হল বিশাল মহামিছিল।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরে তৃণমূলের এক সভাতে যোগ দিতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সমস্ত দিক থেকে সাফল্যমন্ডিত করতে শনিবার সন্ধ্যায় মেদিনীপুরে এক মহামিছিলের ডাক দেয় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। মিছিলে জুন মালিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য নেতৃত্ব, সমস্ত কাউন্সিলর ও কয়েকশ কর্মীবৃন্দ।

 মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই মিছিল শুরু হয়। এরপর শহরের বটতলাচক, গোলকুয়া চক, কলেজ স্কোয়ার, পঞ্চুরচক হয়ে মিছিল এসে পৌঁছই গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং বিধায়ক জুন মালিয়া। মূলত অভিষেকের সভার আগে কর্মীদের জাগাতেই এই কর্মসূচি বলে জানালেন নেতৃত্বরা। জুন মালিয়া বলেন, "মানুষের যে উন্মাদনা সেটা আজকে দেখাই যাচ্ছে। আগামী অভিষেকের সভায় আশা করছি আনন্দপুরের মাঠ ছাপিয়ে মানুষের সমাগম হবে। সেখানেও মানুষের সমাগম চোখে পড়বে।" পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান,  "আমরা খুব শর্ট একটা নোটিশ দিয়েছিলাম, এক ঘণ্টার মধ্যে এত মানুষের সমাগম হবে এই মিছিলে তা আমরা কল্পনা করিনি। এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিনে আনন্দপুরে অভিষেকের সভায় ঠিক কি পরিমান মানুষের জনজোয়ার চোখে পড়বে। "

Mailing List