চাকরির খবর: স্বাস্থ্য দফতরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, উচ্চ মাধ্যমিক পাশও আবেদন জানাতে পারবে

চাকরির খবর: স্বাস্থ্য দফতরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, উচ্চ মাধ্যমিক পাশও আবেদন জানাতে পারবে
25 Nov 2022, 11:15 AM

চাকরির খবর: স্বাস্থ্য দফতরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, উচ্চ মাধ্যমিক পাশও আবেদন জানাতে পারবে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগে প্রচুর কর্মী নিয়োগ। বিস্তারিত জেনে নিন

পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান।

মোট শূন্যপদ- ৪ টি। (UR-2 SC-1, OBC-1)

শিক্ষাগত যোগ্যতা Physics / Chemistry / Mathematics / Biological Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। ল্যাবরেটরী টেকনোলজিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।

বয়স- ১৯ থেকে ৪০ বছর।

বেতন- মাসে ২২ হাজার টাকা।

 

পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার।

মোট শূন্যপদ- ২ টি। (UR-2, ST-1)

শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েট। কম্পিউটারে অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা।

বয়স- ১৯ থেকে ৪০ বছর।

বেতন- মাসে ২২ হাজার টাকা।

 

পদের নাম- স্টাফ নার্স। (HWC, Polyclinic)

মোট শূন্যপদ- ১৪ টি। (UR-7, SC-4, OBC A-2, OBC B-1)

শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স।

বয়স- সর্বোচ্চ ৪০ বছর।

বেতন- প্রতিমাসে ২৫ হাজার।

 

পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ- ১১ টি। (UR-5, SC-3, OBC A-2, OBC B-1)

শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM / GNM Nursing কোর্স। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স- ২১ থেকে ৪০ বছর।

বেতন- প্রতিমাসে ১৩ হাজার টাকা।

 

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা- Office of the Chief Medical Officer Of Health & Member Secretary,

DH&FWS, Karnojora, Raiganj, Uttar Dinajpur-7333130

আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর, ২০22

বিস্তারিত জানতে লিঙ্ক দেওয়া রইলো।

বিজ্ঞপ্তির লিঙ্ক-http://uttardinajpur.gov.in/advertise/health/UD_Adv_DHFWS_XV-FC_NOV_2022.pdf

অফিসিয়াল ওয়েবসাইট- http://uttardinajpur.gov.in/

Mailing List