চাকরির খবর: রাজ্যে ডেটা এন্ট্রি নিয়োগের বিজ্ঞপ্তি

চাকরির খবর: রাজ্যে ডেটা এন্ট্রি নিয়োগের বিজ্ঞপ্তি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত জেনে নিন।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েট। কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকতে হবে। মিনিটে ইংরেজিতে ২৫ টি শব্দ টাইপ করার দক্ষতা।
বয়স- ২১ থেকে ৪০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা ছাড় পাবেন।
বেতন- ১৩ হাজার টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata-700001.
আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর, ২022
আবেদনপত্র পাবেন ওয়েবাসাইট থেকেই। বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া রইলো।
বিজ্ঞপ্তি- http://www.wbassembly.gov.in/OtherPDF/Recruitemnt_DEO_2022_WBLA.pdf
অফিসিয়াল ওয়েবসাইট- http://www.wbassembly.gov.in/


