চাকরির খবর: ২৫ হাজার শিক্ষক-সহ ১ লক্ষ ২৫ হাজার চাকরি রাজ্যে! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন পদে কত নিয়োগ জেনে নিন

চাকরির খবর: ২৫ হাজার শিক্ষক-সহ ১ লক্ষ ২৫ হাজার চাকরি রাজ্যে! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন পদে কত নিয়োগ জেনে নিন
30 May 2023, 07:15 PM

চাকরির খবর: ২৫ হাজার শিক্ষক-সহ ১ লক্ষ ২৫ হাজার চাকরি রাজ্যে! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন পদে কত নিয়োগ জেনে নিন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশ জুড়ে যখন কর্ম সংস্থানের হার তলানিতে তখন উল্টোপথে হেঁটে এরাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলপ্তে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রাথমিকে ১১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। উচ্চপ্রাথমিকে সাড়ে ১৪ হাজার ৫০০ প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে ১২ হাজার, গ্রুপ-সি পদে ৩ হাজার, ডাক্তার ২ হাজার নিয়োগ করা হবে, নার্স নিয়োগ করা হবে ৭ হাজার, পুলিশে ২০ হাজার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৯৪৯৩ কর্মী নিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এক্সাইজ কনস্টেবল পদে ৩ হাজার লোক নিয়োগ করা হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবান্ন। কমিউনিটি হেল্থ বিভাগে ২ হাজার এবং ৭ হাজার আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে আগামী এক বছরে ১ লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

 

Mailing List