ঝুলন, লিয়েন্ডারের উপস্থিতিতে জমকালো বিশ্বকাপ সন্ধ্যা সিএবিতে

ঝুলন, লিয়েন্ডারের উপস্থিতিতে জমকালো বিশ্বকাপ সন্ধ্যা সিএবিতে
08 Sep 2023, 11:15 PM

ঝুলন, লিয়েন্ডারের উপস্থিতিতে জমকালো বিশ্বকাপ সন্ধ্যা সিএবিতে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় মহানগরীতে হয়ে গেল বিশ্বকাপের বোধন। আগামী ৫ অক্টোবর থেকে যে ট্রফির জন্য লড়াই শুরু করবে ১২দল। সেই একদিনের বিশ্বকাপের ট্রফি চলে এল কলকাতায়। ট্রফির প্রথম গন্তব্য ইডেন। 

শুক্রবার সন্ধেয় বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঘিরে জমজমাট ক্রিকেটের নন্দনকানন। বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী,অশোক দিন্দা-সহ বিশিষ্টরা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইডেনে বিশ্বকাপের ট্রফি শো হল। সাধারন মানুষের প্রবেশাধিকার ছিল না এই অনুষ্ঠানে। সিএবির আমন্ত্রিত অথিতিরাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজকে এনে মান রক্ষা করলেন সিএবি কর্তারা। বঙ্গ ক্রিকেট জগতের প্রাক্তনীরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সংসদ সুব্রত বক্সী, বিধায়ক অভিনেত্রী জুন মালিয়ার মতো ব্যক্তিরা।

জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল ১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের কোলাজ। সেই সঙ্গে বাংলা থেকে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা সমস্ত খেলার ক্রীড়াবিদদের বিশেষ সসম্মান জানানো হলে। ক্রিকেটারদের তালিকায় অরুণ লাল, সৌরভ  , ঝুলন, ঋদ্ধিমানরা থাকলেও বাদ গেলেন মহম্মদ শামি। যা নিয়ে বিতর্ক থাকল।

একটি ভিডিয়োয় অনুষ্ঠানের তাল একটু কাটল। সেই ভিডিয়োয় বিভিন্ন খেলায় বাংলার সফল ক্রীড়াবিদদের দেখানো হয়। সেই ভিডিয়ো থেকে কোনও ভাবে বাদ হয়ে গিয়েছেন শামি। তা নিয়ে মৃদু প্রশ্ন ওঠে। কারণ, এ বারের বিশ্বকাপের ভারতীয় দলে তিনিই এক মাত্র প্রতিনিধি। এই ঘটনার সঙ্গে অনেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিয়ো থেকে ইমরান খানের বাদ যাওয়ার মিল খুঁজে পেয়েছেন।

এরপর আতস বাজির রোশনাই আর জমকালো ভাবেই হল ট্রফির উন্মোচন। বিশ্বকাপের সামনে ছবি তুললেন ঝুলন, লিয়েন্ডার সহ সিএবি কর্তারা। এমন অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে খুশি গোপন করলেন না ঝুলন লিয়েন্ডাররাও।

Mailing List