অধরা বিশ্বকাপের আক্ষেপ নিয়েই বিদায় নিচ্ছেন ঝুলন

অধরা বিশ্বকাপের আক্ষেপ নিয়েই বিদায় নিচ্ছেন ঝুলন
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী। ম্যাচের আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ঝুলন বলেওছেন, 'আমি দু'টি বিশ্বকাপ ফাইনাল খেলেছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। এটা আমার একমাত্র আফসোস রয়ে গিয়েছে। কারণ আপনি চার বছর ধরে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতাম। অনেক পরিশ্রম করতাম। প্রতিটি ক্রিকেটারের জন্য বিশ্বকাপ জয় একটি বড় স্বপ্ন থাকে।'
এই ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সূর্যোদয় হয়েছিল ঝুলন গোস্বামীর । তখন ছিল ২০০২ সাল। তার পরে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। কেটে গিয়েছে দীর্ঘ ২০ বছর। শনিবার লর্ডসের সবুজ ঘাসের মাঠেই সূর্যাস্ত হতে চলেছে ঝুলন গোস্বামীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার। ভারতের হয়ে এখনও পর্যন্ত ২০৩টি এক দিনের ম্যাচ খেলেছেন ঝুলন। নিয়েছেন ২৫৩টি উইকেট। মহিলাদের ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০-র বেশি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে ১২টি টেস্টে ৪৪টি উইকেট নিয়েছেন তিনি। ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৬টি উইকেট।
এই ভিডিয়োতে ঝুলনকে বলতে শোনা গিয়েছে, 'যখন মাঠে নামি, তখন নিজের সেরাটা দেওয়ার এবং প্রতিটা মুহূর্তে পজিটিভ থাকার চেষ্টা করি। সিনিয়র প্লেয়ার হিসেবে এটা আমার দায়িত্ব। এবং সেটাই আমি করি।' ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর আবার বলেছেন, 'ও (ঝুলন) থাকা মানেই দল উজ্জীবিত থাকে। এই সিরিজ (ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ) আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'


