ঝাড়গ্রাম জঙ্গলে পড়ে অর্ধনগ্ন দেহ, কাছে যেতেই বোঝা গেল পিষে মেরেছে হাতি, শোকের ছায়া ঝাড়গ্রামে কখনো লোকালয়ে কখনো বা রাজ্য সড়ক বা জাতীয় সড়কে দাপাদাপি করছে হাতির দল 06 Jun, 2023 ২০ সেপ্টেম্বর থেকে তিন রাজ্যে রেল টেকা! ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির মূল নেতা অজিত প্রসাদ মাহাতো 06 Jun, 2023 এখুনি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে, শিলা বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ই সময় বাড়ির বাইরে না বেরিয়ে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। 06 Jun, 2023 ঝাড়গ্রামের বাঘঝাঁপা প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গ্রামবাসীদের বলেন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, নোংরা আবর্জনা রাখবেন না। 05 Jun, 2023 তপোবন মন্দিরে যাওয়ার পথে অটো থেকে পড়ে মৃত্যু সবংয়ের পূর্ণার্থীর জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লক্ষন ওঝা, তার বয়স ৫০ বছর। 05 Jun, 2023 পরিবেশ দিবসে শিলদা কলেজে আলোচনা সভা জাতীয় সেবা প্রকল্পের ১৯২ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 05 Jun, 2023 ওড়িষার বালেশ্বরে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃতের দেহ ফিরলো ঝাড়গ্রামের বাড়িতে, গ্রামে কান্নার রোল শনিবার মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। 03 Jun, 2023 অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা ও কর্মীদের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধৃত কুড়মি নেতাদের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী Suvendu Adhikari went to the house of the arrested Kurmi leaders 01 Jun, 2023 সচেতনতামূলক পদযাত্রার মাধ্যমে গোপীবল্লভপুরে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাতো, ডাঃ স্বর্ণদ্বীপ মাইতি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও আশা দিদিমণিরা। 01 Jun, 2023 ছুটির দিনেও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়মিত পড়াচ্ছেন ঝাড়গ্রাম ব্লকের বাঘঝাঁপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বাগানে তৈরি সবজি ও গাছের ফল শিশুদের তিনি সমান ভাগে ভাগ করে দেন। 01 Jun, 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলায় আরও একজনকে গ্রেফতার, ধৃত বেড়ে হল দশ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয় মাহাতো। 31 May, 2023 দ্রুত গতিতে বাইক নিয়ে গাছে ধাক্কা সাঁকরাইলে, মৃত দুই পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম দীপক মান্ডি, তার বয়স আনুমানিক ৩৫। 31 May, 2023 গোপীবল্লভপুরের তেঘরা গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের, এলাকায় শোকের ছায়া গুরুপ্রসাদ সিটের মৃত্যু সংবাদ তার বাড়িতে পৌঁছলে বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে শোকে পরিণত হয়। 30 May, 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, আরও দু’টি নতুন অভিযোগ দায়ের, ধৃত ৯ জন কুড়মি নেতাকে ১৪ দিন জেলা হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত আদালত থেকে বেরোনোর সময় কুড়মি নেতা রাজেশ মাহাতো জানান, সিআইডি তদন্ত নয়, সিবিআই তদন্ত চাই। 29 May, 2023 অভিষেককে দাবি জানানোর সঙ্গে সঙ্গে কাজ, ঝাড়গ্রামে বাঁধ পরিদর্শনে ছুটলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ঝাড়গ্রাম জেলার শিরশি গ্রামের কড়ার বাঁধ ও ঢেঙ্গার রাউৎ বাঁধ। 29 May, 2023 অভিষেক-বীরবাহার কনভয়ে হামলার সিআইডি তদন্তের নির্দেশ ঝাড়গ্রাম পুলিশের এসপি জানিয়েছেন, সিআইডি আধিকারিকদের হাতে এই ঘটনার যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে। 29 May, 2023 জামিন মেলেনি কুড়মি নেতাদের, নতুন করে আন্দোলনের পথে কুড়মিরা শনিবার কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। 28 May, 2023 বদলির পর গ্রেফতার কুড়মি নেতা রাজেশ মাহাতো, উঠছে একাধিক প্রশ্ন কুড়মি নেতা রাজেশ মাহাতোকে শুধু গ্রেফতার করাই নয়, বদলিও করা হয়েছে। 28 May, 2023 ঝাড়গ্রামে গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলা, মামলা দায়ের করলো পুলিশ, আটক চার, গোটা এলাকা থমথমে শনিবার সকাল থেকেই গড় শালবনি এলাকা থমথমে রয়েছে। 27 May, 2023 ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মিদের হামলার ঘটনায় পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল নবান্ন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিস্তারিত ঘটনাটি জানান। 27 May, 2023 ঝাড়গ্রামের গড় শালবনিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ বিশাল পুলিশ বাহিনী কোনক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কনভয় ওই এলাকা থেকে বের করে দেয়। 26 May, 2023 বিনপুর এক ব্লকের শিরিষবনী গ্রামে গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক গাড়ি থেকে নেমে এসে কথা বলেন গ্রামবাসীদের সাথে। 26 May, 2023 নয়াগ্রামের বিশ্বনাথপুরে হাতির তাণ্ডব, ভাঙলো প্রায় দশটি মাটির বাড়ি, এলাকা জুড়ে আতঙ্ক ঝাড়গ্রাম (Jhargram) ব্লকের মধুপুর, জারুলিয়া সহ বিভিন্ন এলাকায় প্রায় ত্রিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। 26 May, 2023 ঝাড়গ্রামে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচি সফল করতে প্রস্তুতি জোর কদমে এই জনসংযোগ যাত্রার পর শিলদা হয়ে বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি তে প্রবেশ করবেন অভিষেক। 25 May, 2023 ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে হাতির দলের তাণ্ডব। 25 May, 2023 সাঁকরাইলে কেলেঘাই নদীর কাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রাস্তার ধারে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা ভিড় করেন এবং পথ চলতি মানুষজন দাঁড়িয়ে পড়েন। 24 May, 2023 উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যের যুগ্ম প্রথম ঝাড়গ্রাম রামকৃষ্ণ বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী ঝাড়গ্রামের বিনপুরের প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের মেয়ে সরস্বতী বাস্কে। 24 May, 2023 জামবনিতে সদ্যজাত অসুস্থ হস্তি শাবককে সুস্থ করে তোলার চেষ্টায় গ্রামবাসীরা নীয় বাসিন্দারা ওই অসুস্থ হস্তি শাবক টি কে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে ভিড় জমায়। 23 May, 2023 কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভূক্ত করার দাবিতে ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা গ্রামে কুড়মি জাগরণ সভার আয়োজন আগামী দিনে কুড়মি সমাজের দাবি আদায়ের জন্য জোরদার আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে তৈরি থাকতে তিনি আহ্বান জানান। 23 May, 2023 পূরণ হয়নি দাবি, দীর্ঘক্ষণ ঝাড়গ্রাম পৌরসভার সামনে বিক্ষোভ-অবরোধ আদিবাসী ভূমিজ সমাজের তাদের দাবি দুটির মধ্যে একটি দাবি হল চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিংয়ের মূর্তি ঝাড়গ্রাম কলেজ মোড়ে বসাতে হবে। 22 May, 2023 বাংলা-ঝাড়খন্ড সীমান্তে হাতির হামলায় মৃত্যু এক ব্যক্তির, ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতি-আতঙ্ক চলছেই সোমবার সকাল থেকে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। 22 May, 2023 জামবনিতে হাতির হামলায় আহত এক, ঝাড়গ্রামে হাতি-আতঙ্ক পিছু ছাড়ছে না রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ছোট ঘোঙ এলাকায় কমল মাহাতো নামে এক ব্যক্তি হাতির হামলায় গুরুতর ভাবে আহত হয়। 22 May, 2023 সাঁকরাইলের রগড়া অঞ্চলের নেপুরা এলাকায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 22 May, 2023 সাঁকরাইলে মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের বলেন, পড়াশোনার ক্ষেত্রে যদি কোনরকম তাদের অসুবিধা হয়, সে ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করলে তিনি তাদের যাবতীয় সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। 22 May, 2023 মাধ্যমিকে রাজ্যের দশম স্থানাধিকারীকে সংবর্ধনা জানালেন দুই বিধায়ক, চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে সাহায্যের আশ্বাস চিকিৎসক হওয়ার স্বপ্ন যেন আগামী দিনে বাস্তবে রূপায়ণ হয় তার জন্য যা কিছু সহযোগিতার প্রয়োজন তিনি তাকে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। 21 May, 2023 সাঁকরাইলের রোহিনীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা বাংলার মানুষ বিজেপি কে আগামী পঞ্চায়েত নির্বাচনে ও লোকসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন। 21 May, 2023 মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে দশম ঝাড়গ্রামের বিনায়ক সেনাপতি ওই মেধাবী ছাত্রকে শুভেচ্ছা জানতে রোহিনীতে তার বাড়ি যান সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ। 19 May, 2023 প্রবল ঝড়বৃষ্টিতে রাস্তায় পড়লো গাছ, লন্ডভন্ড ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৪ টার পর থেকে গোপীবল্লভপুর এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়। 18 May, 2023 পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বেলপাহাড়িতে বেলপাহাড়ি অর্থাৎ বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের মেছুয়া গ্রামে তীব্র জলের সংকট রয়েছে। 18 May, 2023 মানস ভুঁইয়াকে ঘাঘর ঘেরা করলো কুড়মিরা কুড়মিদের গণতান্ত্রিক আন্দোলন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মানস ভুঁইয়া। 18 May, 2023 ঝাড়গ্রামের রগড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে রগড়া যুব উৎসব ও মেলার উদ্বোধনে অভিনেত্রী তিতলি মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মেলা কমিটি। 17 May, 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক সাঁকরাইলে পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা করেন। 17 May, 2023 Page 1 of 16Prev1234Next