চারদিকে বোমা পড়ছে, তারই মাঝে ৩০-৪০ কিলোমিটার পায়ে হেঁটে বর্ডার, ইউক্রেন থেকে উত্তরবঙ্গের আট পড়ুয়া ফিরলেন বাড়ি
উত্তর দিনাজপুরের চোপড়ার দুই ভাই সোহেল আখতার ও সাহিদ আখতার বোগোমোলেটস ন্যা শনাল মেডিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ইসলামপুরের পাভেল দাস টার্নোপিল ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।