দার্জিলিং, গ্যাংটককে পিছনে ফেলে শীতের দৌড়ে প্রথম জলপাইগুড়ি

দার্জিলিং, গ্যাংটককে পিছনে ফেলে শীতের দৌড়ে প্রথম জলপাইগুড়ি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দার্জিনিং মানেই হাড়কাঁপুনি ঠান্ডা! সব সময় তেমনটা হবে তা কিন্তু নয়। মাঝে মাঝেই টেক্কা দিচ্ছে অন্য জেলাও। কখনও দার্জিলিংকে টেক্কা দিতে যায় পুরুলিয়াও। আবার কখনও টেক্কা দেয় জলপাইগুড়ি। ঠিক সোমবার যেমন ঘটলো। সোমবার শৈল শহর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে দার্জিলিংকে টেক্কা দিয়ে জলপাইগুড়িতে পারদ নামলো ৬.৪ ডিগ্রিতে। আর গ্যাংটকে সোমবার তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার আবার কালিম্পংকে টেক্কা দিয়েছে পুরুলিয়া ও বালুরঘাট। এদিন কালিম্পঙে তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি। সেখানে পুরুলিয়ায় ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। মালদাও পিছিয়ে নেই। মালদায় ছিল ৯.৬ ডিগ্রি এবং কৃষ্ণনগরে তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। উলুবেড়িয়ায় ছিল ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর ১১ ডিগ্রি, হুগলি ১১ ডিগ্রি, মেদিনীপুর ১১.৩ ডিগ্রি, দিঘা ১১.৪ ডিগ্রি।


