জাদেজার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে, বুমরাকে নিয়ে কি আপডেট দিলেন রোহিত?

জাদেজার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে, বুমরাকে নিয়ে কি আপডেট দিলেন রোহিত?
25 Jan 2023, 02:30 PM

জাদেজার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে, বুমরাকে নিয়ে কি আপডেট দিলেন রোহিত?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। কিন্তু জসপ্রীত বুমরাকে কি পাওয়া যাবে? জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। ভারতীয় বোলিং এর স্তম্ভ বুমরা। দলের তারকা পেসার সম্পর্কে রোহিত বলেন, 'বুমরা সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই। আমি আশা করছি যে, ও শেষ দু'টি টেস্ট (অস্ট্রেলিয়ার বিপক্ষে) খেলবে। আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। কারণ পিঠের চোট সব সময়েই গুরুতর। আগামী দিনে আমাদের অনেক ক্রিকেট আছে।' সেই সঙ্গে তিনি যোগ করেছেন, 'আমরা এনসিএ-তে ফিজিও এবং ডাক্তারদের সঙ্গে সব সময়ে যোগাযোগ রাখছি। মেডিক্যাল টিম ওকে যতটা সময় লাগবে, ওকে ততটা সময় দেওয়া হবে। দেবে ততটা সময় দেবে। বুমরা নিজেও কী চায়, তার উপরও নির্ভর করছে।'

তবে জাদেজার জাতীয় দলে ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে। রঞ্জি ম্যাচে জাদেজার ফিটনেস দেখতেই এমএ চিদম্বরম স্টেডিয়ামে ছিলেন জাতীয় নির্বাচক শ্রীধরণ শরত্। তাঁকে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর জাদেজার সঙ্গে কথা বলতে দেখা যায়।

এই ম্যাচে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন জাদেজাই। এই ম্যাচে সৌরাষ্ট্রের নিয়মিত অধিনায়ক জয়দেব উনাদকাট ও চেতেশ্বর পূজারাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই কারণেই দলের নেতৃত্বে জাদেজা।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্য়াচের টেস্ট সিরিজের স্কোয়াডে জাডেজার নাম রয়েছে। টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। জাডেজার যা পরিস্থিতি, আপাতত প্রত্যাশা করাই যায় টেস্ট সিরিজে পাওয়া যাবে তাঁকে।

Mailing List