জাদেজা-রাহুলকে টেক্কা দিয়ে সোনার পদক পেলেন কে? ঘোষণাতেও চমক

জাদেজা-রাহুলকে টেক্কা দিয়ে সোনার পদক পেলেন কে? ঘোষণাতেও চমক
14 Nov 2023, 02:20 PM

জাদেজা-রাহুলকে টেক্কা দিয়ে সোনার পদক পেলেন কে? ঘোষণাতেও চমক

 

আনফোল্ড বাংলা স্পোর্ট ডেস্ক: প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে। বিশ্বকাপে ভারতীয় দলের ম্যাচ থাকলেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকছে সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণাও। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।তবে গ্রুপ লিগের শেষ ম্যাচে কোনও যন্ত্র নয়, সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন মানুষরাই। কিন্তু কীভাবে? বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারানোর পর সাজঘরে ভারতের বোলিং কোচ টি দিলীপ বলেন, ''এই ম্যাচে সেরা ফিল্ডার বাছার পদ্ধতিতে একটা চমক আছে। আমার সহকারী নুয়ান মেডেল পরিয়ে দেবে। আর সেরা ফিল্ডার আমরা বেছে নেব নতুন পদ্ধতিতে। সবাই মাঠে চলো।''

এ কথা শুনে গোটা দল মাঠে যায়। সেখানে এক এক করে সেরা ফিল্ডারদের নাম দেখাতে বলেন দিলীপ। ডাচদের বিরুদ্ধে সেরা ফিল্ডারদের তালিকায় ছিলেন মোট তিনজন। তবে রবীন্দ্র জাদেজা , লোকেশ রাহুলকে  ছাপিয়ে এবার সেরা ফিল্ডারের তকমা পেলেন স্কাই। প্ল্যাকার্ডের মাধ্যমে সূর্যের নাম দেখানো হতেই সেলিব্রেশন শুরু হয়ে যায়।

নাম ঘোষণা হল একটু অন্যরকমভাবে। মাঠের কর্মীরা সূর্যকুমারের নাম  তু‌লে ধরেন। অর্থ্যাত  ডাচদের বিরুদ্ধে ভারতীয় দলের সেরা ফিল্ডার হয়েছেন স্কাই। শুধু গুরুত্বপূর্ণ ক্যাচ নেওয়াই নয় একইসঙ্গে  ফিল্ডিংয়ে অবদানের জন্যও সোনার পদক পেলেন এই মুম্বইকর। গত ম্যাচের  বিজয়ী রোহিত শর্মা নন তাঁকে পদক পরিয়ে দিলেন দলের একজন সাপোর্ট স্টাফ।

Mailing List