আর বেশি দেরি নেই ৫৪ ডিগ্রি উষ্ণতার! ভয়ঙ্কর বিপদ সামনেই

আর বেশি দেরি নেই ৫৪ ডিগ্রি উষ্ণতার! ভয়ঙ্কর বিপদ সামনেই
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ উষ্ণতা যেন দিন দিন বাড়ছেই। তবে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়। সারা দক্ষিণ এশিয়া জুড়েই থাবা বসাচ্ছে গরম।পরিবেশ দূষণ ও গ্ৰিন হাউস গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মাত্রা ছাড়া গরম। গত এপ্রিলের একটি পরিসংখ্যান বিশ্বের তাবড় বিজ্ঞানীদেরও ভয় পাইয়ে দিচ্ছে। গত এপ্রিলে সারা দক্ষিণ এশিয়ার গড় উষ্ণতাই ছিল ৪০ ডিগ্রির বেশি। এর মধ্যে বাংলাদেশের উষ্ণতা ছিল গত ৫০ বছরের মধ্যে সেই দেশের রেকর্ড উষ্ণতা। অন্যদিকে থাইল্যান্ড ও লাওসের মতো দ্বীপেও গরমের তাপমাত্রা সেই দেশের ইতিহাসে রেকর্ড ছুঁয়েছে। থাইল্যান্ডের ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড ও ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে মূল কারণ হিসেবে বিজ্ঞানীরা শুধুমাত্র প্রকৃতিকে দোষ দিচ্ছেন না। বরং মনে করা হচ্ছে এর অনেকটাই মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণেই ঘটছে।
ভারত সম্পর্কেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি শহরের উষ্ণতা সাধারণ গড় উষ্ণতার তুলনায় ৮ থেকে ৯ ডিগ্রি বাড়তে পারে। আগামী দিনে যা ভারতীয় উপমহাদেশকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন করবে। র্যাপিড অ্যাট্রিবিউশন অ্যানালিসিস নামে একটি বিশেষ সমীক্ষায় এমনটা দাবি করা হয়েছে।
রিপোর্টে দেখা গিয়েছে ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ভয়ংকর বিপজ্জনক উষ্ণতা বলে মনে করা হচ্ছে। তবে মানুষের সম্প্রতি কার্যকলাপ যদি এই ভাবেই চলতে থাকে, তাহলে সেই ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। এখনই পদক্ষেপ না নিলে খুব দ্রুত বিপদের সম্মুখীন হবে ভারতবাসী সহ দক্ষিন এশিয়া।


