ছিল নদী, হয়ে গিয়েছে চাষের জমি, অবরুদ্ধ শ্রীমতি নদীর শ্রী ফেরাতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পুরসভা

ছিল নদী, হয়ে গিয়েছে চাষের জমি, অবরুদ্ধ শ্রীমতি নদীর শ্রী ফেরাতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পুরসভা
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ
ছিল নদী। হয়ে গিয়েছে এখন চাষের জমি! উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদী এখন এমনই শ্রীহীন।
দীর্ঘদিন ধরে নদী সংস্কারের দাবিতে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন। এলাকাবাসীর দাবি অবশেষে পূরণ হতে চলেছে। কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে কাটতে চলেছে জটিলতা। পৌরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের শান্তি কলোনিতে অবস্থিত শ্রীমতি নদীর সংস্কার এর কাজ এখন চলছে জোর কদমে।
শ্রীমতি নদী। একসময় এই নদী দিয়ে জল বয়ে যেত। এখন নদীর বুকে চাষের জমি। উত্তর দিনাজপুর এর কালিয়াগঞ্জে গাঁ ঘেঁষে বয়ে গিয়েছে শ্রীমতী নদী। বেশ কয়েক বছর ধরে এই নদীর বুকে জল নেই। বরং বলা যায়, রয়েছে নদীর চোখে জল। কারণ নদী আর সেই নদী নেই। বেশ কয়েক বছর ধরে এলাকার মানুষ নদীকে ডাস্টবিন এ পরিনত করে দিয়েছে। যার ফলে আজ নদীর বুক শুকিয়ে গিয়ে নদীর ভিতর থেকে বের হচ্ছে শুধু নোংরা আবর্জনা। স্তব্ধ হয়ে গিয়েছে নদীর গতিপথ। কালিয়াগঞ্জ পৌরসভা এবার মানবিক উদ্যোগ নিতে শুরু করল নদীকে কেন্দ্র করে। অনেকেই বলে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। একেই গরমের মরশুম চলছে। প্রচন্ড তাপপ্রবাহে যখন বাংলা দিশাহারা। ঠিক তখন নদীও শুকিয়ে কাঠ। এমন অবস্থাকে সামনে পেয়ে কালিয়াগঞ্জ পৌরসভাও এবার উদ্যোগ নিল নদী সংস্কার করার। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে প্রথমে শ্রমিকদের নদীতে নামিয়ে আগে নদীটি পরিষ্কার করার কাজ চলছে। পরবর্তীতে কিছুটা নদী খনন করা হবে বলে জানা যায়।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা বলেন, নদী সংস্কারের দাবি ছিল বহুদিনের। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কারণ, গতি রুদ্ধ হলেও নদীতে জল জমেছিল। কিন্তু আজ নদীতে জল না থাকার ফলে নদী শুকনো হয়ে গিয়েছে। ফলে সুযোগ এসেছে হাতে। তাই পৌরসভা কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর শ্রী ফিরিয়ে দিতে এখন বদ্ধপরিকর।


