বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর এটি

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর এটি
30 May 2023, 03:30 PM

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর এটি

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। সেই শহরগুলোর ডিজিটাল, স্বাস্থ্য, পরিকাঠামো,ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষার বিষয় বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। ৭৬টি শহরের মধ্য থেকে গড় নাম্বারের উপর ভিত্তি করে কোপেনহেগেন(copenhegen) আছে সবার প্রথমে। তবে পর্যায়ক্রমে ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে ইআইইউ।

তবে ‘নিরাপদ শহর সূচক ২০২১’ এর মতে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হল  ডেনমার্কের(denmark) রাজধানী কোপেনহেগেন। 

অন্যান্য দেশের নামও আছে পর্যায়ক্রমে। এই তালিকাটি মূলত পরিবেশগত নিরাপত্তার মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছে। এরপরে আছে টোকিও, টরন্টো, সিডনি, টোকিও ও অ্যামস্টারডামসহ আরও কয়েকটি দেশের নাম। 

কোপেনহেগেন ডেনমার্কের পূর্বাংশের দ্বীপপুঞ্জে অবস্থিত। এই শহরের বাসিন্দারা ড্যানিশ সুইডিশ ও নরওয়েজিয়ান ভাষাসহ ইংরেজিতেও কথা বলেন। জানেন কি, শুধু নিরাপদ শহর নয় বরং বিশ্বের সুখী দেশগুলোর মধ্যেও কোপেনহেগেনের নাম আছে। একইসঙ্গে সুস্থতার দিক দিয়েও অনান্য শহরের বাসিন্দাদের তুলনায় কোপেনহেগেনবাসী এগিয়ে আছেন। 
কোপেনহেগেনে দর্শনীয় স্থান-এর মধ্যে আছে এলসিনো, বিখ্যাত ক্রোনবার্গ দুর্গ, শেক্সপিয়ারের হ্যামলেট হাউজ, হিল্লের্ড, ডেনমার্কের প্রাচীন রাজধানী রোজকিল্ডে, লুবসিয়ানা জাদুঘর অব মডার্ন আর্ট অন্যতম। কোপেনহেগেনের রংবেরঙের ঘর-বাড়ি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।

Mailing List