বুমোসদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে মোহনবাগান কর্তারাই  

বুমোসদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে মোহনবাগান কর্তারাই   
25 Jan 2023, 02:15 PM

বুমোসদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে মোহনবাগান কর্তারাই

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এটিকে মোহনবাগানের দলের পারফরম্যান্স এবার একেবারেই ভালো নয়। একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াছে সবুজ মেরুন। লিগ শিল্ড খেতাব জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আইএসএলের ম্যাচে হারছে এটিকে মোহনবাগান। এই নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন সবুজ মেরুন কর্তারা। দেবাশিস দত্ত বলেন, ''আইএসএলে এই মুহূর্তে আমাদের সবার প্রিয় মোহনবাগান ক্লাব যেভাবে পারফরম্যান্স করছে, তাতে কর্মসমিতির সদস্যরা কেউ খুশি নয়। মোহনবাগান ক্লাবের হার বা ড্র কেউ মেনে নিতে পারে না। ওরা নিশ্চয় ভাল কিছু করার চেষ্টা করছে। কিন্তু মাঠে খেলছে মোহনবাগান। পারফরম্যান্সের উন্নতি ঘটানোর জন্য আমরা সকলেই দায়বদ্ধ। আমরাও তো এতদিন ফুটবল দল চালিয়েছি। তাই আমাদেরও অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি যৌথভাবে সমস্যা সমাধানের চেষ্টা করি, তাহলে নিশ্চয় সফল হতে পারি। তাই এদিন সিদ্ধান্ত হয়েছে, আমাদের ভাবনাচিন্তা লিখিতভাবে ওদের জানাব।''

Mailing List