chandrayaan 3 নতুন ইতিহাসের জন্য তৈরি ইসরো! চন্দ্রযান-৩ নিয়ে খুঁটিনাটি তথ্য জানুন

chandrayaan 3 নতুন ইতিহাসের জন্য তৈরি ইসরো! চন্দ্রযান-৩ নিয়ে খুঁটিনাটি তথ্য জানুন
14 Jul 2023, 10:45 AM

chandrayaan 3 নতুন ইতিহাসের জন্য তৈরি ইসরো! চন্দ্রযান-৩ নিয়ে খুঁটিনাটি তথ্য জানুন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নতুন ইতিহাস গড়তে তৈরি ভারত। হাতে আর বেশি সময় নেই। শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড (উৎক্ষেপণ স্থল) এলভিএম-৩ (LVM3) রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-কে।

এবার জেনে নেওয়া যাক চন্দ্রযান-৩ এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট। কেন চন্দ্রযান-৩ পাঠাতে হচ্ছে ভারতকে? ঠিক চার বছর আগে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। বিজ্ঞানীদের আশা ছিল, সেবারই সফল হবেন বিজ্ঞানীরা। কিন্তু একেবারে শেষ মুহুর্তে সমস্ত আশা নিরাশায় পরিণত হয়। চন্দ্রযান-২-এর ল্যান্ডার 'বিক্রম'-এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের।

ন‌া, এবার আর সেই ভুল হবে না বলেই বিজ্ঞানীদের আশা। কারণ, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার তৈরি করা হয়েছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-২ যে পুরোপুরি ব্যর্থ তাও বলা যায় না। কারণ, এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২ এর অরবিটার। তাই ইসরো এবার আর নামেরও কোনও পরিবর্তন ঘট‌ায়নি। ২০১৯ সালে চন্দ্রযান-২ এর ল্যান্ডারের নাম ছিল ‘বিক্রম’। এবারও তার নাম রাখা হয়েছে বিক্রম। রোভারের নামও আগের মতোই রাখা হয়েছে 'প্রজ্ঞান'। এমনকী, আর অরবিটারও পাঠাচ্ছে না ইসরো। চাঁদের মাটিতে নামতে চন্দ্রযান-২-এর অরিবিটারটিরই সাহায্য নেবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ও তার ভিতরে থাকা রোভার।

অভিযান সফল হলে ভারত কতটা গৌরবের জায়গায় পৌঁছবে?

চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে পৌঁছলে ভারত হবে বিশ্বের চতুর্থ সফলতম দেশ। এর আগে চারটি দেশ চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া, চিন ও ইজরায়েল। রাশিয়া, আমেরিকা, চিন সফল হয়েছে। তবে ইজরায়েল সফল হতে পারেনি। ভারতও দু’বার সফল হয়নি। এবার সফল ভাবে চাঁদে সফট ল্যান্ডিং করলে চতুর্থ দেশ হিসেবে তালিকায় নাম তুলে নেবে ভারত।

চন্দ্রযান-৩ বানাতে খরচ কত?

চন্দ্রযান-৩ মিশনের জন্য খরচ কত হচ্ছে জানেন? প্রায় ৬১৫ কোটি টাকা।

কতদিন পর চন্দ্রপৃষ্ঠে অবরতণ করবে চন্দ্রযান-৩?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে অগস্টের তৃতীয় সপ্তাহে, ২৩ বা ২৪ অগস্টে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর।

কীভাবে চাঁদে নামবে?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে ১২০ ডিগ্রি কোণে অবতরণ করবে। চন্দ্রযান-৩-এর উলম্ব গতিবেগ থাকবে সেকেন্ডে ২ মিটারেরও কম।

চাঁদের কোন দিকে নামবে চন্দ্রযান-৩?

চাঁদের দক্ষিণ পৃষ্ঠে আঁধার অঞ্চলে অবতরণ করবে চন্দ্রযান-৩। এই অঞ্চল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়নি অন্য কোনও দেশ। চাঁদের এই অঞ্চলের গঠন, তাপমাত্রা এবং আবহাওয়া নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান-৩।

Mailing List