স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোন স্লো হয়ে যাচ্ছে? সমস্যার সমাধান মিলবে দুটি সহজ উপায়ে

স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোন স্লো হয়ে যাচ্ছে? সমস্যার সমাধান মিলবে দুটি সহজ উপায়ে
28 Jan 2023, 03:55 PM

স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোন স্লো হয়ে যাচ্ছে? সমস্যার সমাধান মিলবে দুটি সহজ উপায়ে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাচ্চা থেকে বুড়ো স্মার্টফোন এখন আমাদের নিত্য প্রয়োজনীয়। তবে স্মার্টফোন হ্যাং হওয়ার পিছনে স্টোরেজ প্রধান ভূমিকা গ্রহণ করতে পারে।

স্টোরেজ ভর্তির জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফোন স্লো হয়।স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন খুবই স্লো হয়ে যায়। তাই আপনার যদি ফোন হ্যাং হওয়ার সমস্যা হয়, তাহলে প্রথমেই স্টোরেজ চেক করে নিন এবং স্টোরেজ কম থাকলে কিছু ফাইল ডিলিট করে ফাঁকা করুন।

র‌্যাম- 

Ram এর পরিমাণ অনুযায়ী ফোন ব্যবহার করা উচিত। অনেক সময় দেখা যায়, র‌্যাম কম থাকার পরও স্মার্টফোনে উচ্চ গ্রাফিক্সের গেম ব্যাবহার করে অনেকে। তাই সেক্ষেত্রে স্মার্টফোনটি হ্যাং হবে। তাই চাপ কমাতে এই ধরনের গেম বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

অতিরিক্ত চার্জের কারণেও ফোন হ্যাং হতে পারে- 

আপনি যদি অতিরিক্ত চার্জ দেন তাহলেও ফোন স্লো হয়ে যেতে পারে। কখনো কখনো আবার হটাত্‍ করেই ডেডও হয়ে যেতে পারে। অতিরিক্ত চার্জের কারণে ফোনের মাদার বোর্ডের উপর ভীষণ রকম প্রভাব পড়ে ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদিও এখনকার দিনের ফোনগুলি যথেষ্ট অ্যাডভ্যান্স, তাই এটি উপরের দুটি কারণের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মেনে চলতে পারেন।

Mailing List