সোমবারেই কি ইস্টবেঙ্গল ইমামি চুক্তি?

সোমবারেই কি ইস্টবেঙ্গল ইমামি চুক্তি?
03 Jul 2022, 07:15 PM

সোমবারেই কি ইস্টবেঙ্গল ইমামি চুক্তি?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আগামীকাল অর্থাৎ সোমবার বহু প্রতিক্ষিত ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে চূড়ান্ত চুক্তিপত্র সাক্ষর হতে চলেছে। জানা গিয়ছে ইমামি ৮০ শতাংশ মালিকানা চেয়েছিল কিন্তু লাল-হলুদের কর্তাদের দাবি ছিল তাঁদের ২৪ শতাংশ শেয়ার দিতে হবে, অবশেষে ইস্টবেঙ্গলের কর্তাদের কথা মেনে নেয় ইমামি এবং ইস্টবেঙ্গলের তরফে সংশোধিত চুক্তির খসড়া পাঠানো হয় লগ্নিকারীকে। শুক্রবার পরিমার্জিত চুক্তিপত্র ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দেওয়া হয় লগ্নিকারীর তরফে। চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন লাল-হলুদের কর্তারা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তিতে সই করার ব্যাপারে তাঁরা সম্মত হয়েছেন। আইনজীবীরা সামান্য কিছু আইনি ভাষা পরিবর্তন করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছেন। রাতেই তা পাঠিয়ে দেওয়া হবে লগ্নিকারীকে। নতুন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে ক্লাবের তরফ থেকে দুই নয়, তিন জন থাকতে পারেন। আর বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে সাত জন থাকতে পারেন বোর্ড অফ ডিরেক্টর। শোনা যাচ্ছে ক্লাবের পক্ষ থেকে থাকতে পারেন ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার।

তবে তৃতীয় ডিরেক্টর কে হবেন তা ঠিক হয়নি।  দ্রুত চুক্তি সই করে দল গঠনের কাজে নামতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ, এরপর আর ভাল ফুটবলার পাওয়া সম্ভব হবে না। ভাল দল তৈরি করে আইএসএল-এ খেলতে হলে দ্রুত চুক্তি সমস্যা মিটিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলতে হবে। ইতিমধ্যেই লাল-হলুদের পছন্দ করা বেশ কয়েক জন ফুটবলার অন্য ক্লাবে চলে গিয়েছেন। সব মিলিয়ে সইয়ের অপেক্ষায় প্রহর গুনছেন লাল হলুদ সমর্থকরা।

Mailing List