'স্বজনপোষণতা'র কারণেই কি একবছর পর ফের ধারাবাহিকের লিড চরিত্র নিয়ে কামব্যাক করলেন অভিনেত্রী শ্রুতি দাস?

'স্বজনপোষণতা'র কারণেই কি একবছর পর ফের ধারাবাহিকের লিড চরিত্র নিয়ে কামব্যাক করলেন অভিনেত্রী শ্রুতি দাস?
16 Dec 2022, 03:29 PM

'স্বজনপোষণতা'র কারণেই কি একবছর পর ফের ধারাবাহিকের লিড চরিত্র নিয়ে কামব্যাক করলেন অভিনেত্রী শ্রুতি দাস?

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এক বছর পর ছোট পর্দায় লিড চরিত্রে 'কামব্যাক' করছেন অভিনেত্রী শ্রুতি দাস। বিপরীতে সেই প্রথম ধারাবাহিকের নায়ক, গৌরব রায়চৌধুরী। এতদূর অব্দি ঠিকই ছিল। যত গুঞ্জন তৈরি হল ধারাবাহিকের প্রযোজককে ঘিরে। কারণ নতুন ধারাবাহিক 'রাঙা বউ'-এর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি অভিনেত্রী শ্রুতি দাসের প্রেমিকও বটে। তাহলে কি স্বজনপোষণতার কারণেই 'লিড' চরিত্রে শ্রুতি? এই প্রশ্ন এখন সমালোচকদের মুখে মুখে। এই প্রশ্নের জবাব দিলেন খোদ অভিনেত্রী।

সম্প্রতি এক একান্ত সাক্ষাত্‍কারে এই 'স্বজনপোষণতা'র বিষয়ে অভিনেত্রী শ্রুতি বলেন, যে তাকে হাত ধরে জি-বাংলায় এনেছেন তার প্রেমিক স্বর্ণেন্দু। তবে 'লিড' চরিত্র পাওয়ার পিছনে যে তার কোনোরূপ অবদান নেই তাও অকপটে স্বীকার করেছেন তিনি। কারণ তিনি জানান ধারাবাহিকের কাস্টিংয়ের দায়িত্ব থাকেনা প্রযোজকদের উপর। শ্রুতির কথায়, 'রাঙা বউ'-এর লিড চরিত্রে সিলেকশনের জন্যও 'অডিশন' হয়েছিল এবং সেভাবেই তিনি নির্বাচিত হয়েছেন। তবে ইন্ডাস্ট্রিতে প্রেম করলে যে এভাবে 'কটূক্তি' শুনতে হয়ে, এই বিষয়ে বেশ ভানান্বিত অভিনেত্রী, এমনটাই জানান এই সাক্ষাত্‍কারে।

এছাড়াও, 'কামব্যাক' করার কথা প্রসঙ্গে শ্রুতি বলেন যে, তিনি তার জেদ বজায় রেখেছিলেন যে 'লিড' চরিত্রে সুযোগ না পেলে তিনি ফিরবেন না। আর সেটাই করে দেখিয়েছেন অভিনেত্রী। এছাড়াও 'ত্রিনয়নী'-র মতোই গৌরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে শ্রুতির মত যে, দর্শককূল একাধিকবার তাদের একসাথে দেখার অনুরোধ করে এসেছেন। এছাড়াও এই সেটে নস্টালজিয়া খুঁজে পাচ্ছেন অভিনেত্রী, কারণ তার কেরিয়ার শুরু হয় এই সেট থেকেই। পাশাপাশি, একবছর পর দ্বিগুন এনার্জি পাচ্ছেন বলেও জানান শ্রুতি। তার কারণ হিসেবে তিনি বলেন যে সত্‍ পথে এই কাজ পেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে।

Mailing List