ঝাড়গ্রাম কাঞ্চন অয়েল মিলের শ্রমিকদের বেতন সমস্যা ও বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিইউসির আলোচনা  

ঝাড়গ্রাম কাঞ্চন অয়েল মিলের শ্রমিকদের বেতন সমস্যা ও বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিইউসির আলোচনা   
27 Sep 2023, 06:32 PM

ঝাড়গ্রাম কাঞ্চন অয়েল মিলের শ্রমিকদের বেতন সমস্যা ও বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিইউসির আলোচনা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম কাঞ্চন অয়েল মিলের শ্রমিকদের বেতন সংক্রান্ত সমস্যা ও পূজা বোনাস নিয়ে বুধবার  মালিক কর্তৃপক্ষের সাথে আইএনটিটিইউসি নেতৃত্বের আলোচনা। আগামী ৩০ শে সেপ্টেম্বরে মধ্যে যে সকল শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে তা মিটিয়ে দিতে হবে এবং সমস্ত শ্রমিকদের পূজা বোনাস দিতে হবে। আলোচনা সভায়

উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইএনটিটিইউসির সভাপতি মহাশীষ মাহাত,আই এন টি টি ইউ সির ঝাড়গ্রাম জেলা  কমিটির সহ সভাপতি নান্টুলাল দাস, অজয় কুমার সেন,সহ সভাপতি ও ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌতম মাহাত, আইএনটিটিইউসি'র সংগঠনের ঝাড়গ্রাম টাউন কমিটির সভাপতি সুমিত বসাক, জেলা কমিটির সদস্য সোমনাথ দে সহ অন্যান্য নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা আইএনটিটিইউসির সভাপতি মহাশীষ মাহাত জানান বিগত পাঁচ মাস ধরে একাধিক বার কাঞ্চন অয়েল মিল কতৃপক্ষের কাছে একাধিক বার দাবী জানিয়ে আসছি শ্রমিকদের হকের বেতন সময় মতো দেওয়ার জন্য ,কিন্তু ঐ মিলের ঠিকাদার সংস্থা শ্রমিকদের বেতন না দিয়ে হায়রানি করছে। মিল কতৃপক্ষ শ্রমিকদের পূজা বোনাস দিতে টালবাহানা করছে।আমরা দাবী জানিয়ে এসেছি আগামী ৩০ শে সেপ্টেম্বরে মধ্যে যে সকল শ্রমিকদের বেতন বকেয়া আছে  এবং সমস্ত শ্রমিকদের পূজা বোনাস মিটিয়ে দিতে হবে। অন্যথায় পূজার মুখে আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না। কাঞ্চন অয়েল মিলের মালিক পক্ষ কে বিষয়টি জানানো হয়েছে। মিল কতৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

Mailing List