বাংলাদেশে তীব্র গুলির লড়াই, মৃত্যু ৮ জনের, এটা কী জঙ্গি গোষ্ঠীর কাজ? তদন্তে পুলিশ

বাংলাদেশে তীব্র গুলির লড়াই, মৃত্যু ৮ জনের, এটা কী জঙ্গি গোষ্ঠীর কাজ? তদন্তে পুলিশ
07 Apr 2023, 02:30 PM

বাংলাদেশে তীব্র গুলির লড়াই, মৃত্যু ৮ জনের, এটা কী জঙ্গি গোষ্ঠীর কাজ? তদন্তে পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাংলাদেশে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র গুলির লড়াই দেখা গেল। আর তার জেরে মৃত্যু হল ৮ জনের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। শুক্রবার সেখানে পৌঁছয় পুলিশ। দেহগুলি উদ্ধার করে পুলিশ রোয়াংছড়ি থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারা এই সংঘর্ষে জড়িত ছিল তা এখনও পরিষ্কার নয়। তবে ইউনিফর্ম মিলেছে মৃতদের দেহে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতরা সকলেই সন্ত্রাসবাদী। তাদের নির্দিষ্ট ইউনিফর্মও রয়েছে। তবে তারা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, যেখানে গুলির লড়াই হয়েছে সেটি রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা। যেখানে আগে কখনও সন্ত্রাসবাদীদের দেখা যায়নি। এই ঘটনার পর পুলিশের অনুমান, হয়তো এই সীমান্ত এলাকায় এবার সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকা ছেড়ে বহু মানুষ পালাচ্ছেন অন্যত্র।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শুরু হয়েছে তল্লাশি।

Mailing List