পুলিশ-সমাজবিরোধী তীব্র গুলির লড়াই শিলিগুড়িতে, অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আক্রান্ত পুলিশ অফিসার

পুলিশ-সমাজবিরোধী তীব্র গুলির লড়াই শিলিগুড়িতে, অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আক্রান্ত পুলিশ অফিসার
20 Dec 2022, 04:29 PM

পুলিশ-সমাজবিরোধী তীব্র গুলির লড়াই শিলিগুড়িতে, অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আক্রান্ত পুলিশ অফিসার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুলিশ অফিসারই গুলিবিদ্ধ হয়ে আক্রান্ত। সমাজবিরোধী পাকড়াও করার জন্য রেইড করতে গিয়ে মুখোমুখি লড়াইয়ে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক। ঘটনাটি শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার। সংশ্লিষ্ট থানার আইসি অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বে প্রধাননগর থানার পুলিশ বাহিনী গভীর রাতে, মাটিগাড়ার দাগাপুরের একটি ফ্ল‍্যাটে এক সমাজ বিরোধীর খোঁজে রেইড করে। আর পুলিশ হানা দিয়েছে, এটা বুঝতে পেরেই পুলিশকে লক্ষ্য করে সেই সমাজবিরোধী নাইন এমএম পিস্তল থেকে মূহুর্মূহু গুলি চালায়। পুলিশকে লক্ষ্য করে প্রথমেই দুই রাউন্ড গুলি চলে। যার মধ্যে প্রথম রাউন্ড গুলি প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকারের পায়ে লাগে। পাল্টা কাউন্টার করে পুলিশ। পুলিশ গুলি চালালে পুলিশের পাল্টা গুলিতে জখম হয়েছে অভিযুক্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত সাব ইন্সপেক্টরকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ পান্ডে নামে বিহারের এক ব্যক্তি বিহারের ডেপুটি কালেক্টর হিসেবে নিজের পরিচয় দিয়ে শিলিগুড়ি শহর জুড়ে নীল বাতি লাগানো একটি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো। চাকরি দেওয়ার নাম করে শিলিগুড়ি শহরের বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সে, এমনটাই অভিযোগ। আরো জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী একজন অফিসারের সঙ্গে ওই রাজ পাণ্ডের যোগাযোগ ছিল। ওই এসিপি পদাধিকারী অফিসারের বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়েছে। রাজ পান্ডের নামে প্রধাননগর থানায় এর আগে বহু অভিযোগ জমা পড়েছে। পুলিশ রাজ পাণ্ডের খোঁজেই ওই ফ্ল্যাটে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে রাজ পান্ডে নাইন এমএম পিস্তল থেকে গুলি চালায়। সেই গুলিতেই সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকার আহত হন। পুলিশ পাল্টা গুলি চালালে রাজের পায়ে গুলি লাগে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, এখনই তদন্তের কারণে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে একজনকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ির এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিহাদের ডেপুটি কালেক্টার হিসেবে পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো সেই বিষয়টিও ধন্দে ফেলে দিয়েছে এলাকার মানুষজনকে।

Mailing List