মায়ের পরিবর্তে দশ মাসের শিশুকে বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন! শোরগোল আলিপুরদুয়ারে

মায়ের পরিবর্তে দশ মাসের শিশুকে বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন! শোরগোল আলিপুরদুয়ারে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মায়ের ভ্যাকসিন দিয়ে দেওয়া হল ১০ মাসের শিশুকে! আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এমন ঘটনায় দেখা দিল তীব্র চাঞ্চল্য। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।
জানা গিয়েছে, মাসখানেক আগে আলিপুরদুয়ার ২ নং ব্লক ভেলুরডাবরি এলাকার বাসিন্দা অপর্ণা দাসকে বিড়ালে কামড়ে দেয়। তারপর থেকে তাঁর ভ্যাকসিন চলছিল। শুক্রবার জেলা হাসপাতালে ওই মহিলা ভ্যাকসিন নিতে আসেন। সঙ্গে ছিল দশ মাসের শিশু অয়ন দাস। ভ্যাকসিন রেডি করে কোনও কিছু জিগ্যেস না করেই স্বাস্থ্যকর্মী তা শিশুর শরীরে দিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেতেই জেলা হাসপাতালে পৌঁছয় অপর্ণা দাসের স্বামী সুমন দাস ও পরিবারের অন্যান্য আত্মীয়রা। এরপরেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ পেতেই অভিযুক্ত স্বাস্থ্যকর্মী সুমন পালকে ওই ইউনিট থেকে সরিয়ে দিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভয়ের কিছু নেই। ওই স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন।


