২৪ ঘন্টার জায়গায় এবার দিন হতে পারে ২৫ ঘন্টার! ক্রমশ চাঁদ সরে যাচ্ছে

২৪ ঘন্টার জায়গায় এবার দিন হতে পারে ২৫ ঘন্টার! ক্রমশ চাঁদ সরে যাচ্ছে
09 Mar 2023, 02:10 PM

২৪ ঘন্টার জায়গায় এবার দিন হতে পারে ২৫ ঘন্টার! ক্রমশ চাঁদ সরে যাচ্ছে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ব্যস্ততার দুনিয়ায় একদিনে ২৪ ঘন্টাও যেন কুলোচ্ছে না মানুষের। অনেকে বলে থাকেন যে, সমগ্ৰ দিন যদি আরও বড় হত তাহলে কতই না ভালো হত! তবে, এবার তাঁদেরই সেই ইচ্ছে রীতিমতো পূরণ হতে চলেছে। অবিশ্বাস্য মনে হলেও এইরকমই এক বিষয় এবার সামনে এসেছে। আর যার জন্য এই ঘটনা ঘটতে চলেছে সেটি হল পৃথিবীর একমাত্র উপগ্রহ তথা চাঁদ।

প্রসঙ্গত, পৃথিবীর উপরে চাঁদের অপরিসীম প্রভাব রয়েছে। চাঁদের প্রভাবেই জোয়ার-ভাটার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় দিন-রাতও। জানা গিয়েছে যে, এবার পৃথিবীর নাগাল থেকে ক্রমশ সরে যাচ্ছে চাঁদ। আর তার ফলেই ২৪ ঘন্টার থেকে বৃদ্ধি পাচ্ছে দিনও। এমনকি, অদূর ভবিষ্যতে দিন ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। পৃথিবীর নাগাল থেকে বার্ষিক ৩.৮ সেমি অর্থাৎ দেড় ইঞ্চি মতো সরে যাচ্ছে চাঁদ।

মূলত, বিজ্ঞানীরা জানিয়েছেন যে, আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ১৩ ঘণ্টা। সেই দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ১৬০০ খ্রিস্টাব্দের পর থেকে প্রতি শতাব্দীতে ১.০৯ মিলি সেকেন্ড করে সময় বাড়ছে বলেও জানা গিয়েছে। এদিকে, অন্য একটা হিসেবে এই বৃদ্ধির পরিমান হল ১.৭৮ মিলি সেকেন্ড।

এভাবে দিন বৃদ্ধির রেশ চলতে থাকলে ভবিষ্যতে দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Mailing List