দূষণ রোধে সচেতনতার বার্তা নিয়ে বসিরহাট থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইন্দো বাংলা মৈত্রি সাইকেল র্যালি

দূষণ রোধে সচেতনতার বার্তা নিয়ে বসিরহাট থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইন্দো বাংলা মৈত্রি সাইকেল র্যালি
আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ ইউথ হোস্টেলস বসিরহাট এরিয়ার ৯ জন প্রতিনিধি আন্তর্জাতিক সাইকেল র্যালি শুরু করলেন। আজ বসিরহাট টাউন হল থেকে ইছামতী ব্রিজ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে দিয়ে বাংলাদেশে যাবেন। মূল উদ্দেশ্য প্রকৃতির ভারসাম্য বজায় রাখার আবেদন। জলবায়ু রক্ষা করতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বিশ্ব পরিবেশ সংস্থা। তারা উষ্মা প্রকাশ করেছে, ভারতবর্ষ ইতিমধ্যে ছয় নম্বরে প্রবেশ করেছে। একদিকে প্লাস্টিক বর্জন, দূষণ প্রতিরোধ, অত্যধিক রাসায়নিক ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছেন সকলে। বিশ্ব উষ্ণায়ন নিয়েও চিন্তিত গোটা বিশ্ব। তাই এসব বিষয়ে সচেতনতার বার্তা দিয়েই এই উদ্যোগ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই র্যালি প্রথমে বাংলাদেশের সাতক্ষীরা যাবে। তারপর খুলনা হয়ে ঢাকা এই শহর ছাড়াও টানা ১১ দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাইকেলের মধ্যে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার লাগিয়ে ও ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষকে সচেতন করবেন। টানা ১১ দিনের এই কর্মসূচির পর চলতি মাসের ২০ অক্টোবর আবার ভারতে ফিরবেন সকলে। পাশাপাশি ভারতের ৭৫ বছর স্বাধীনতা দিবস বাংলাদেশের ৫০ বছর স্বাধীনতা দিবস এর মধ্য দিয়ে তারা সেই দেশকে পরিবেশবান্ধব তুলতে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেবেন।
সংস্থার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস উদ্যোগে মোট ৯ জন সদস্য নিজেরদের জমানো অর্থ দিয়ে পরিবেশ বাঁচানোর সংকল্প নিয়ে আজ আন্তর্জাতিক র্যালি শুরু করলেন। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বজনেরা।


