ISRO জুলাইয়ে ভারতের তৃতীয় চন্দ্রাভিযান, কোথায় অবতরণ করবে চন্দ্রযান, জানিয়ে দিল ইসরো

ISRO জুলাইয়ে ভারতের তৃতীয় চন্দ্রাভিযান, কোথায় অবতরণ করবে চন্দ্রযান, জানিয়ে দিল ইসরো
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগামী মাসেই ফের চাঁদের দেশে পাড়ি দিতে চলেছে ইসরোর তৈরি নয়া মহাকাশযান চন্দ্রযান ৩। চাঁদে ভারতের নয়া রোভার পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলেই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব স্পেস ক্র্যাফ্ট মিশনের একটি অনুষ্ঠানে এমনই জানিয়েছেন তিনি। চন্দ্রযানের এই রোভারই চাঁদের উপর ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। সেই তথ্য পাঠাবে ইসরোকে। ২০১৯ সালে ল্যান্ডিংয়ের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইসরোর পুরো মিশনটি ভেস্তে যায়। পুরো অভিযানই ব্যর্থ হয়। তবে চন্দ্রযান ৩-এর এই অভিযানের পরিকল্পনা পুরোপুরি চন্দ্রযান ২-এর অনুকরণেই করা হয়েছে। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ওই ঘটনা ঘটে। অটোমেটিক সফট ল্যান্ডিং করার কথা ছিল বিক্রম ল্যান্ডারের। কিন্তু চাঁদের পিঠে আছড়ে পড়ে বিক্রম। এর জেরে চাঁদের বুকে নষ্ট হয়ে যায় রোভারের অংশ।
ইসরো প্রধান এস সোমনাথ জানান, উৎক্ষেপনের সময় চলে এসেছে। ইতিমধ্যেই স্যাটেলাইটটি ইউ আর স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে আসা হয়েছে। রকেটের ধরন হল এলভিএম ৩ অর্থাৎ লঞ্চ ভেহিকল মার্ক ৩ প্রকৃতির। এখন এগুলির সংযুক্তিকরণ প্রক্রিয়া পুরোদমে চলছে। জুনের শেষেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এরপরই জুলাইয়ের শুরুতে চন্দ্রযান-৩ কে জোড়া হবে তার সঙ্গে। অবশেষে জুলাইয়ের মাঝামাঝি উৎক্ষেপণের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে চন্দ্রযান ৩।
সোমনাথের কথায়, চন্দ্রযান ২-এর পথ ধরেই এগোবে ইসরোর এই নয়া মহাকাশযান। তবে কোনও সমস্যা হলে পরিকল্পনাতে বদল আনা হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন ইসরো প্রধান। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে চন্দ্রযান ২-এর জায়গাতেই অবতরণ করবে চন্দ্রযান-৩ এর রোভার। গতবার একেবারে শেষ ধাপে এসে ল্যান্ডারের ব্রেক ঠিকমতো কাজ করেনি। ফলে গতির ভুলেই চাঁদের পিঠে আছড়ে পড়ে সেটি। ২০১৯ সালের ঘটনা আপাতত অতীত। ২০২৩ সালে চন্দ্রযান ৩-এর সাফল্য দেখতেই মুখিয়ে রয়েছে গোটা দেশ, এমনই দাবি করেন সোমনাথ।


